হটস্টারের সেরা ১০ টি ওয়েব সিরিজ এবং সিনেমা, না দেখলেই হবে চরম লস

অ্যাকশন-সাসপেন্স থেকে কমেডি-রোমান্স, হটস্টারের এই ১০টি ওয়েব সিরিজ এবং সিনেমা না দেখলেই হবে চরম লস। ডিজনি প্লাস হটস্টারে আপনি পেয়ে যাবেন দেশি-বিদেশি হরেক রকম কনটেন্ট। সব ধরনের দর্শকদের জন্য মাস্টারপিস কিছু সিনেমা এবং ওয়েব সিরিজ হয়েছে যেগুলোর কথা না বললেই নয়। আইএমডিবির বিচারেও এগুলো বেশ ভালই রেটিং পেয়েছে। দেখে নিন এক নজরে আর না দেখে থাকলে এখনই দেখতে বসে যান হটস্টার খুলে।

১০. ফতেহ : সোনু সুদের এই অ্যাকশন সিনেমা ফতেহ এর রেটিং বেশ ভালো। ২০২৫ সালের মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি সিনেমা হলে খুব ভালো সাফল্য পায়নি অবশ্য। এই সিনেমাতে একজন এক্স এজেন্ট হিসেবে অভিনয় করেছেন সোনু। সিনেমা হলে দেখতে না চাইলে এখন ঘরে বসে হটস্টারেই পেয়ে যাবেন এই সিনেমাটি।

Power Of Paanch

৯. পাওয়ার অফ পাঁচ : অ্যাকশন, ড্রামা এবং রোমান্সের কম্বো এই সিরিজ আইএমডিবিতে পেয়েছে ৮.৪। এটি একটি সুপারহিরো ভিত্তিক স্কাইফাই ওয়েব সিরিজ যেটা বাচ্চা থেকে বুড়ো সকলেরই ভালো লাগবে।

৮. ডেয়ারডেভিল বর্ন এগেইন : আইএমডিবিতে প্রাপ্ত নম্বর ৯। মার্ভেল ভক্তদের জন্য ডেয়ার ডেভিল এখন ডিজনি প্লাস হটস্টারে উপলব্ধ রয়েছে। হটস্টারের ট্রেন্ডে বর্তমানে তিন নম্বরে রয়েছে এই ওয়েব সিরিজ।

Oops Ab Kya

৭. উপস আব ক্যা : কমেডি ভক্ত হলে অবশ্যই দেখুন এই সিরিজ। এই সিরিজের গল্পে রুহি নামের একটি মেয়ে আইভিএফের ভুলের কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য এই সিনেমাটি আপনি একা কিংবা সঙ্গীর সঙ্গে বসে দেখতে পারেন। ভরপুর কমেডি এবং তার সঙ্গে কিছু সাহসী দৃশ্য আপনি এই ওয়েব সিরিজে পাবেন।

৬. বাপু : এতে পাবেন সম্পূর্ণ পারিবারিক ড্রামার ফ্লেভার। যে পরিবারে একজন বাবা তার স্ত্রী এবং সন্তানদের জন্য নিজের শান্তি এবং জীবন ঝুঁকির মুখে ফেলেন।

Salaar

৫. সালার : প্রভাসের এই সিনেমাটি হটস্টারের ট্রেন্ডিংয়ে রয়েছে এখনো। সালার মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। কিন্তু হটস্টারে এখনও প্রচুর দর্শক এই সিনেমাটি দেখছেন এবং এই সপ্তাহের সেরা ট্রেন্ডিং তালিকাতে ৬ নম্বরে রয়েছে সালার।

৪. গেম অফ থ্রোন্স : এই সিরিজের হিন্দি ভার্সন এখন হটস্টারে পাবেন। হলিউডের এই ওয়েব সিরিজ গোটা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তবে এতদিন অন্য কোথাও এর হিন্দি ভার্সন পাওয়া যায়নি। ডিজনি প্লাস হটস্টার প্রথম তার দর্শকদের জন্য এই সুযোগ নিয়ে এলো।

আরও পড়ুন : ২০২৫ জুড়ে ওটিটিতে ধামাকা! হইচইতে মুক্তি পাবে ২০ টি নতুন ওয়েব সিরিজ

Zara Hatke Zara Bachke

৩. জারা হাটকে জারা বাচকে : বলিউডের এই রোমান্টিক কমেডি দেখুন ঘরে বসেই। ভিকি কৌশল এবং সারা আলি খানের এই সিনেমাটির অডিয়েন্স রিভিউ বেশ ভালো।

২. ঠুকরাকে মেরা প্যায়ার : রোমান্স, এডভেঞ্চার, প্রেম এবং বিশ্বাসঘাতকতার গল্প বলবে এই ওয়েব সিরিজ। এটা হটস্টার ট্রেন্ডিংয়ের সেরা তালিকায় ৯ নম্বরে রয়েছে। এখানে ভরপুর কমেডি এবং রোমান্স দুটোই পাবেন।

আরও পড়ুন : হোলির ছুটি জমজমাট! এই সপ্তাহেই ওটিটিতে মুক্তি পাবে ৬ টি নতুন সিনেমা

The Family Star

১. দ্য ফ্যামিলি স্টার : এই সুপারহিট দক্ষিণী সিনেমাটিও এখন হটস্টারে দেখতে পারবেন সপরিবারে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবরাকোন্ডা এবং ম্রুণাল ঠাকুর।