এই সপ্তাহেই ওটিটিতে মুক্তি পাবে ৬টি সিনেমা। হোলির ছুটির আনন্দ হবে দ্বিগুণ। হোলি উপলক্ষে এই বছর একটানা তিন দিনের ছুটি পেয়ে যাবেন। শুক্র, শনি ও রবিবার বন্ধুদের কিংবা পরিবারের সঙ্গে বসে দেখতে পারবেন এই সিনেমাগুলো। নেটফ্লিক্স, সনি লিভ, জিও হটস্টার, জি ফাইভ, অ্যামাজন প্রাইম ভিডিও দর্শকদের জন্য আনছে বিনোদনের মহাডোজ। কবে কোন সিনেমা কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে দেখে নিন একনজরে।
১. বি হ্যাপি : অভিষেক বচ্চনের এই সিনেমাটি ১৪ ই মার্চ অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। অভিষেক ছাড়াও এই সিনেমাতে অভিনয় করেছেন নোরা ফাতেহি, জনি লিভার, নাসের, হারলিন শেঠ্ঠি এবং ইনায়েত বর্মা।
২. এজেন্ট : অখিল আক্কিনেনির এজেন্ট মুক্তি পাবে ১৪ই মার্চ। দেখবেন সনি লিভে। তেলেগু, মালায়ালাম, তামিল এবং কন্নড় ভাষাতে মুক্তি পাবে এই সিনেমাটি। যারা অ্যাকশন সিনেমা পছন্দ করেন তাদের এজেন্ট ভালো লাগবেই কারণ এর মধ্যে রয়েছে ভরপুর অ্যাকশন।
৩. ওয়েলকাম টু দ্যা ফ্যামিলি : বিদেশি সিনেমা দেখতে চান? তাহলে আপনার জন্য রয়েছে বেশ কয়েকটি অপশন। যার মধ্যে এই মেক্সিকান সিনেমাটি নেটফ্লিক্সে ১২ই মার্চ মুক্তি পাবে।
৪. দ্য ইলেকট্রিক স্টেট : আমেরিকান এই সিনেমাটি ১৪ই মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে। যাদের স্কাইফাই এডভেঞ্চার পছন্দ তারা অবশ্যই দেখুন ২০২৫ এর এই নতুন সিনেমাটি।
৫. পনম্যান : এই মালায়ালাম ডার্ক কমেডি ১৪ই মার্চ জিও হটস্টারে মুক্তি পাবে। এই সিনেমার আইএমডিবি রেটিংও বেশ ভালো। ৭.৮ নম্বর পেয়েছে দশের মধ্যে।
আরও পড়ুন : ফুল অন সাসপেন্স, ধুন্ধুমার অ্যাকশন! ২০২৫ -এ মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই ৫ দক্ষিণী সিনেমা
আরও পড়ুন : ২০২৫ জুড়ে ওটিটিতে ধামাকা! হইচইতে মুক্তি পাবে ২০ টি নতুন ওয়েব সিরিজ
৬. বনবাস : ১৪ই মার্চ জি ফাইভে মুক্তি পাবে এই সিনেমা। এটি একটি সম্পূর্ণ পারিবারিক ছবি যেখানে নানা পাটেকার এবং উৎকর্ষ শর্মা অভিনয় করেছেন।