টলিউডের সুপারস্টার তিনি। বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা নায়ক বলতে প্রসেনজিৎ, দেব এবং জিতের নামই নেবেন সকলে। তবে এবার জিতের যাত্রা শুরু হতে চলেছে বলিউডে। মুক্তি পাচ্ছে নীরজ পান্ডের ওয়েব সিরিজ ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’। বর্তমানে এই সিরিজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ হাইপ রয়েছে। চারিদিকে যখন জিতের প্রথম বলিউড অভিষেক নিয়ে চর্চা চলছে এর মাঝেই টলিউড নিয়ে জিত তার আশঙ্কার কথা প্রকাশ করলেন।
টলিউড নিয়ে হতাশ জিৎ
জিৎ বর্তমানে তার খাকি সিরিজের প্রচার নিয়ে ব্যস্ত। অনেক সাক্ষাৎকার দিতে হচ্ছে তাকে। তেমন একটি সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে বাংলা সিনেমা নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। বাংলাতে কেন নতুন হিরোরা উঠে আসছেন না সেই নিয়ে হতাশা প্রকাশ করেছেন জিৎ। তার কথায়, কেন নতুন হিরো উঠে আসছে না বাংলায় আমিও সেটা বুঝতে পারছি না। এটা আমাদের সবার সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রিরও দুর্ভাগ্য। নতুন হিরো আসুক আগে বাংলায়। তারপর তাকে জাতীয় স্তরে পাঠানো হবে।” তিনি এও জানিয়েছেন নতুন হিরো এলে তিনি তাদের সঙ্গে কাজ করতে রাজি আছেন। তিনি বরাবরই নতুনদের তার সিনেমাতে চান্স দিয়েছেন।
আসছে জিতের প্রথম বলিউড সিরিজ ‘খাকি দা বেঙ্গল চ্যাপ্টার’
জিতের এই সিরিজটি আগামী ২০শে মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে। জিত ছাড়াও এখানে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদা সিং এবং অন্যান্যরা। নীরাজ পান্ডে বাংলা নিয়ে তার এই ওয়েব সিরিজে প্রধানত বাঙালি অভিনেতাদেরকেই অগ্রাধিকার দিয়েছেন। এর আগে জিতের চেঙ্গিজ সিনেমাটি হিন্দি ডাবিং হয়ে মুক্তি পেয়েছিল অল ইন্ডিয়া। কিন্তু হিন্দিতে এটাই তার প্রথম কাজ। স্বাভাবিকভাবেই খুবই উৎসাহিত জিৎ তার এই জাতীয় স্তরে পদার্পণ নিয়ে।
আরও পড়ুন : খাদান নয়, বহুরূপীও বাদ! এবছরের সেরা বাংলা সিনেমা কোনটি?
আরও পড়ুন : ৬ বছরের সম্পর্ক গেল ভেঙে! কেন আলাদা হলেন দেব এবং রুক্মিণী?
বর্তমানে টলিউডের বহু অভিনেতা গোটা দেশজুড়ে কাজ করছেন। প্রসেনজিৎ, শাশ্বত, টোটা, পরমব্রত, যিশু সেনগুপ্তদের মত অভিনেতারা টলিউডের পাশাপাশি বলিউড এবং কলিউডে চুটিয়ে কাজ করছেন। সেই জায়গায় কেরিয়ারের ২৫ বছর পার করে এই সুযোগ পেয়েছেন জিৎ। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, “আমি ঈশ্বরকে রোজ জিজ্ঞেস করতাম কেন এত সময় লাগছে? তিনি উত্তর দিয়েছেন অবশেষে। আমার কাছে সেই জন্যই এই সিরিজটি এসেছে।”