ক্রিকেট ছেড়ে এবার সিনেমায় পা রাখতে চলেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তাও আবার ভারতীয় সিনেমায়। শীঘ্রই নাকি টলিউডে অভিষেক হবে তার। ভারতীয় সিনেমার হাত ধরে অভিনয়ে দুনিয়াতে পা রাখবেন এই প্রবাদপ্রতিম খেলোয়াড়। এই খবর আসতেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কবে কোন সিনেমায় দেখা যাবে তাকে? মিললো বড় আপডেট।
টলিউডে পা রাখবেন ডেভিড ওয়ার্নার
ইন্টারন্যাশনাল ক্রিকেট তো অনেকবার খেলেছেন ডেভিড। এবার তিনি ইন্টারন্যাশনাল সিনেমাতে শুরু করতে চলেছেন তার নতুন জার্নি। তিনি যে দক্ষিণী সিনেমা পুষ্পার কত বড় ভক্ত তা তার বানানো বিভিন্ন ভিডিও থেকে স্পষ্ট হয়ে গিয়েছে। ডেভিড একাধিকবার পুষ্পা থেকে অনুপ্রাণিত হয়ে মজার মজার রিল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। তবে এতদিনে আসল চমক দিলেন তিনি। খুব শীঘ্রই তাকে তেলেগু সিনেমা রবিন হুডে দেখা যাবে।
ভেঙ্কি কুদুমুলা পরিচালিত এই সিনেমাটি এই মাসেই মুক্তি পাবে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়াতে এই সিনেমার শুটিং সেরে ফেলেছেন ডেভিড। আগামী ২৮ শে মার্চ সিনেমার পর্দায় মুক্তি পাবে তেলেগু সিনেমা রবিনহুড। এই সিনেমার প্রধান নায়ক দক্ষিণী অভিনেতা নীতিন এবং দুজন নায়িকার রয়েছেন শ্রীলীলা ও রশ্মিকা মান্দানা। ডেভিডের চরিত্রটিও এখানে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্বাভাবিকভাবেই এই সিনেমাটিকে নিয়ে ব্যাপক উত্তেজনা কাজ করছে ক্রিকেট ভক্তদের মধ্যেও।
আরও পড়ুন : ফুল অন সাসপেন্স, ধুন্ধুমার অ্যাকশন! ২০২৫ -এ মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই ৫ দক্ষিণী সিনেমা
আরও পড়ুন : ২০২৫ জুড়ে ওটিটিতে ধামাকা! হইচইতে মুক্তি পাবে ২০ টি নতুন ওয়েব সিরিজ
ডেভিড ওয়ার্নার সানরাইজার্স হায়দ্রাবাদের প্রাক্তন অধিনায়ক ছিলেন। তাকে নিয়ে তেলেগু ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলাদাই উন্মাদনা লক্ষ্য করা যায়। এছাড়া তিনি নিজেও দক্ষিণী সিনেমার প্রতি তার আগ্রহের কথা জানিয়েছেন। সেটা প্রমাণ হয়ে গিয়েছিল পুষ্পা সিনেমা মুক্তির পর। পুষ্পার পোজে ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন ডেভিড। সেটা ব্যাপক ভাইরাল হয়েছিল।