বহুদিন বাদে আবার সিরিয়ালে ফিরছেন টুম্পা ঘোষ। ‘রাগে অনুরাগে’ সিরিয়ালের কড়িকোমল নামেই তিনি দর্শকদের কাছে পরিচিত। তবে দীর্ঘদিন ধরে সিরিয়ালের পর্দায় আর দেখা যাচ্ছিল না তাকে। এবার তিনি ফিরছেন নতুন সিরিয়ালের হাত ধরে। স্টার জলসাতেই নতুন সিরিয়ালের হাত ধরে আবার ছোটপর্দায় ফিরবেন টুম্পা ঘোষ। কোন সিরিয়ালে দেখা যাবে তাকে?
কোন সিরিয়ালে দেখা যাবে টুম্পা ঘোষকে?
স্টার জলসাতে এখন বেশ কিছু নতুন সিরিয়াল শুরু হচ্ছে। এর মধ্যে একটি তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসুর পরশুরাম আজকের নায়ক। ব্লুজ প্রোডাকশনের হাত ধরে আসছে এই সিরিয়ালটি। প্রায় ৮ বছর পর এই ধারাবাহিকের হাত ধরেই আবার দর্শকদের মুখোমুখি হতে চলেছেন টুম্পা। তবে তাকে কোন চরিত্রে দেখা যাবে সেটা এখনো জানা যায়নি। এত বছর বাদে তিনি যখন নতুন সিরিয়ালের হাত ধরে ফিরছেন তখন ধরে নেওয়ায় যাই এই সিরিয়ালে তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ হবে।
আরও পড়ুন : ৬ মাসেই শেষ শুটিং! গল্প অসমাপ্ত রেখেই বন্ধ হবে জি বাংলার এই সিরিয়াল
আরও পড়ুন : হুড়হুড় করে বাড়বে টিআরপি! জি বাংলার এই সিরিয়ালে অভিনয় করবে ফুগলা
টুম্পা ঘোষ রাগে অনুরাগে ছাড়াও বিধির বিধান, রাঙিয়ে দিয়ে যাও, বেদেনী মলুয়ার কথা, অগ্নি জল, জয় কালী কলকাত্তাওয়ালী, ত্রিশূল, শ্যামার মত বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছিলেন। তারপর হঠাৎ তিনি অভিনয় ছেড়ে দেন। খ্যাতির শীর্ষে থাকতে থাকতেই অভিনয় থেকে ব্রেক নিয়ে নিয়েছিলেন টুম্পা। কাজেই দর্শকদের কাছে তার চাহিদা এখনও সেই আগের মতই আছে। এতদিন বাদে তাই তার ফেরার খবর পেয়ে দর্শকরা খুবই খুশি।