বেতন ছিল ৭৫ টাকা! এখন মিকা সিংয়ের সম্পত্তির পরিমাণ কত?

বলিউডের প্রখ্যাত গায়ক মিকা সিং। অসংখ্য হিট গান রয়েছে তার ঝুলিতে। তবে গান থেকে যত বেশি না উপার্জন করেন মিকা, তার থেকে অনেক বেশি উপার্জন তিনি করেন ব্যবসা এবং বিনিয়োগ থেকে। সম্প্রতি মিকা তার উপার্জন, সম্পত্তি নিয়ে মুখ খোলেন সংবাদমাধ্যমের কাছে। তাকে তিনি তার আয়ের এবং সম্পত্তির যে হিসেব দিয়েছেন শুনে চক্ষু চড়কগাছ হয়ে গেল সকলের।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিকা দাবি করেছেন তার কাছে নাকি ৯৯ টি বাড়ি আছে। দিনে দিনে সংখ্যাটা বাড়ছে। একটা সময় ছিল যখন তিনি মাত্র ৭৫ টাকা বেতনের কাজ করতেন। কিন্তু তিনি কখনও সেটা নিয়ে ভাবেননি। তার কাছে উপার্জনটাই ছিল বড় কথা। আসলে মিকার ঝোঁক রিয়েল এস্টেটের দিকে। বরাবরই তার ইচ্ছে ছিল তিনি অনেকগুলো বাড়ির মালিক হবেন। নিজের সেই স্বপ্ন তিনি পূরণ করেছেন।

 Mika Singh

মিকা তার এই স্বপ্ন নিয়ে বলেছেন, ‘‘আশা করি সংখ্যাটা কোনও দিন ১০০ পেরিয়ে যাবে। যখন শুরু করি, তখন আমার বেতন ছিল ৭৫ টাকা! তখন খুব বেশি কিছু ভাবিনি। কারণ, সেই সময় ওই টাকাটাই আমার কাছে অমূল্য ছিল।’’ যখন তার হাতে একটু টাকা জমে, তখন ২০১২ সালে তিনি প্রথম একটি ফ্ল্যাট কিনে নেন। সেই বাড়িটা তার এতটাই পছন্দ হয় যে তিনি ওখানেই ৬ টা ফ্ল্যাট কিনে ফেলেন। এরপর বিনিয়োগের জন্য তিনি জমি-বাড়িই বেছে নেন।

আরও পড়ুন : বহু বছর পর ফিরবে দেব ও শুভশ্রী জুটি! আসছে কোন সিনেমা?

 Mika Singh

আরও পড়ুন : শুধু ১০ মিনিট গান শুনিয়ে মুকেশ আম্বানির থেকে কত টাকা লুটলেন মিকা সিং?

মিকা সিংয়ের সম্পত্তির পরিমাণ

সকলে যেখানে সোনা, চশমা, জুতো ইত্যাদি কিনে টাকা খরচ করে, সেখানে মিকার বর্তমানে ১০০ একরের উপর জমি রয়েছে। তবে এই জমি থেকে শুধু তার একার নয়, দেড়শোটি পরিবারের উপার্জন হয়। মিকার ৯৯ তম বাড়িটির ডিজাইন করেছেন শাহরুখ-পত্নি গৌরী খান। বর্তমানে গানের চেয়েও রিয়েল এস্টেটের বিনিয়োগ থেকেই বেশি আয় করছেন মিকা সিং।