অবশেষে ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান হল। প্রায় ১০ বছর পর আবার একসঙ্গে সিনেমার পর্দায় ফিরছেন দেব এবং শুভশ্রী। একসময়ের টলিউডের জনপ্রিয় এই জুটিতে ভাঙ্গন ধরেছে বেশ কয়েক বছর আগে। সম্পর্কের অবনতির কারণেই একসঙ্গে সিনেমা করা ছেড়ে দেন তারা। তবুও ভক্তরা দেব এবং শুভশ্রীর জুটিকে আবার ফিরে পেতে চাইছিলেন। অবশেষে তাদের সেই ইচ্ছে এবার পূরণ হবে। কোন নতুন সিনেমাতে দেখা যাবে এই জুটিকে?
আসছে দেব এবং শুভশ্রীর ধূমকেতু
নতুন নয়, আসলে ৯ বছর আগের একটি সিনেমা ধুমকেতুর রিলিজ গিয়েছিল আটকে। দেব এবং শুভশ্রীর এই সিনেমাটিকে কেন্দ্র করে অনেক জল্পনা হয়েছে। ২০১৬ সালে দেব এবং শুভশ্রী অভিনয় করেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই সিনেমাতে। আসলে দেব এবং শুভশ্রীর ব্রেকআপের পরে এটাই একমাত্র সিনেমা যেখানে তারা দুজনে অভিনয় করেছিলেন শেষবার। কিন্তু কিছু আভ্যন্তরীণ জটিলতার কারণে সিনেমাটির মুক্তি আটকে যায়। কিন্তু এবার সিনেমাটি রিলিজ করতে বদ্ধপরিকর হয়েছে টিম ধূমকেতু।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ধূমকেতুর প্রযোজক রানা সরকারের সঙ্গে কিছু ছবি শেয়ার করে দেব লেখেন এবার ভালো কিছু হবে এমনটাই আশা করা যাচ্ছে। তার এই পোস্ট দেখে খুবই খুশি ভক্তরা। তারা ধরেই নিয়েছেন এবার ধুমকেতু রিলিজ হবেই। অন্যদিকে রানা সরকার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “দেব চেষ্টা করছে ছবিটা রিলিজ করার। সব জানার জন্য আরো কিছুদিন সবাইকে অপেক্ষা করতে হবে।”
আরও পড়ুন : ভাঙলো সব রেকর্ড! কত কোটি টাকা ঘরে তুলল দেবের খাদান?
আরও পড়ুন : রুক্মিণীর সঙ্গে রেষারেষি শুভশ্রীর! চরম বিরক্ত দেব
২০১৬ সালের সিনেমাটির শুটিং শেষ হয়েছিল। ডাবিংও হয়ে যায়। কিন্তু কিছু সমস্যা দেখা যায় টিমের মধ্যে। দেবের সঙ্গে রানার সম্পর্কও খারাপ হতে শুরু করে। এরপর থেকে বহুবার ধূমকেতু রিলিজের কথা উঠেছে। কিন্তু প্রত্যেকবার কোনও না কোনও কারণে সেটা সম্ভব হয়নি। দেবের খাদান রিলিজের আগে রানা একটি পোস্ট করে লিখেছিলেন, “ধুমকেতু রিলিজ হবে খাদান আর সন্তান দুটো সিনেমাই সুপারহিট হলে। দেব এবং শুভশ্রী দুজনকেই সুপারহিট করতে হবে।” অবশেষে প্রযোজকের কথাই ফলে গেল। ধুমকেতু রিলিজ হওয়া এখন মাত্র কিছু সময় অপেক্ষা।