প্রসেনজিৎ এবং চিরঞ্জিত, প্রায় ২ দশক আগে এই জুটিকে শেষবার একসঙ্গে সিনেমার পর্দায় দেখেছিলেন দর্শকরা। দীর্ঘদিন একসঙ্গে ছবি করেননি দুজনে। তবে ২০২৫ সালে আবার একসঙ্গে জুটি বাঁধবেন বাংলা সিনেমার এই দুই তারকা। যে সিনেমার মুখ্য চরিত্র প্রসেনজিৎ। আর চিরঞ্জিত? তিনি থাকবেন খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। সিনেমার নাম? ‘বিজয় নগরের হিরে’।
কোন সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ এবং চিরঞ্জিত
সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সিরিজের আরেকটি গল্প নিয়ে টলিউডের পর্দায় কাকাবাবু হয়ে আসছেন প্রসেনজিৎ। কিছুদিন আগেই মিলেছিল এই নতুন সিরিয়ালের খবর। বিজয়নগরের হিরেতে সন্তুর ভূমিকা আরিয়ান ভৌমিক থাকবেন না। তবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে চিরঞ্জিত থাকবেন আর এটাই এই সিনেমার অন্যতম বড় চমক হবে। কোন চরিত্র? সেটা অবশ্য জানা যায়নি। তবে প্রায় ২৫ বছর পর চিরঞ্জিত এবং প্রসেনজিতের জুটি আবার ক্যামেরায় একসঙ্গে মুখোমুখি হবেন।
২০০২ সালের ইনক্লাব সিনেমাতে শেষবার প্রসেনজিৎ এবং চিরঞ্জিতকে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর আর কখনও দুজনে একসঙ্গে কাজ করেননি। একটা সময় টলিউডে এই দুই তারকা অনেকগুলো হিট সিনেমা দিয়েছেন। বিশেষ করে পারিবারিক সিনেমাগুলোর হাল ছিল তাদের হাতে। তবে ২ দশক আগেই একসঙ্গে কাজ করা বন্ধ করে দেন দুজনে। এত বছর বাদে আবার যে তাদের একসঙ্গে দেখা যাবে সেই আশা দর্শকরাও ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আবার একসঙ্গে কাজের সিদ্ধান্ত নিয়েছেন দুজনে।
আরও পড়ুন : ফুল অন সাসপেন্স, ধুন্ধুমার অ্যাকশন! ২০২৫ -এ মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই ৫ দক্ষিণী সিনেমা
আরও পড়ুন : ২০২৫ জুড়ে ওটিটিতে ধামাকা! হইচইতে মুক্তি পাবে ২০ টি নতুন ওয়েব সিরিজ
তবে প্রথম দিকে অবশ্য এই সুখবর গোপনই রেখেছিলেন নির্মাতারা। ছবির মুহুরতেও চিরঞ্জিত উপস্থিত ছিলেন না হয়তো ইচ্ছাকৃতই। এত বছর বাদে আবার প্রসেনজিতের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি খুবই খুশি বলে জানিয়েছেন। তবে তাকে কোন চরিত্রে দেখা যাবে সেটাই আপাতত সাসপেন্স।