বাংলা সিরিয়ালের ফিরছেন সবার প্রিয় ‘রামকৃষ্ণ’! থাকবেন এই সিরিয়ালে

করুণাময়ী রানী রাসমণি খ্যাত সৌরভ সাহা দর্শকদের খুবই পছন্দের একজন অভিনেতা। ওই সিরিয়ালে রামকৃষ্ণ দেবের ভূমিকাতে অভিনয় করেছিলেন তিনি। এরপর কিছুদিনের জন্য নিম ফুলের মধুতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু তার চরিত্রটি খুব বেশি দিনের জন্য ছিল না। অবশেষে আবার বাংলা সিরিয়ালের পর্দায় ফিরতে চলেছেন সৌরভ সাহা। কবে কোন সিরিয়ালে দেখা যাবে তাকে? জেনে নিন।

জি বাংলা সিরিয়ালে অভিনয় করবেন সৌরভ সাহা

আবারও জি বাংলার হাত ধরেই ক্যামেরার সামনে ফিরতে চলেছেন সৌরভ। জি বাংলাতে এই মুহূর্তে একাধিক নতুন সিরিয়াল আসছে। তার মধ্যে একটি রুবেল দাস এবং মোহনা মাইতির তুই আমার হিরো। এই সিরিয়ালেই নতুন ধরনের চরিত্রে অভিনয় করতে আসছেন সৌরভ। মাঝে অবশ্য চ্যানেল বদল করে স্টার জলসার বঁধুয়া সিরিয়ালেও অভিনয় করেছিলেন তিনি। তবে এবার জি বাংলাতে তার সামনে রয়েছে বড় সুযোগ।

 Sourav Saha

সংবাদ মাধ্যমের কাছে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে সম্প্রতি সৌরভ জানিয়েছেন তিনি এখনই এই চরিত্রটি সম্পর্কে খুব বেশি কিছু বলতে পারবেন না। তবে সিরিয়াল শুরু হওয়া থেকেই এবার দেখা যাবে তাকে। এখানে তার চরিত্রটি একটু শিল্পী গোছের। খুব শান্ত শিষ্ট তবে পরিবারের একটি গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তবে নায়ক নাকি নায়িকা, সৌরভ কোন পরিবারের অংশ সেটা উল্লেখ করে না দিলেও দর্শকদের অনুমান তিনিই নায়কের ভাই চরিত্রে অভিনয় করবেন। কারণ এই সিরিয়ালের যিনি নায়ক, তিনি তো আবার সুপারস্টার।

আরও পড়ুন : সারেগামাপা ২০২৪ এর বিজয়ী কারা? কে কোন পুরস্কার পেল?

 Sourav Saha

আরও পড়ুন : বদলে গেল আনন্দীর টাইম স্লট! বন্ধের মুখে জি বাংলার কোন সিরিয়াল?

আসন্ন এই সিরিয়ালের গল্প অনুসারে নায়ক একজন খুব বড় অভিনেতা। তবে তার বিয়ে হয়েছে একটি সাধারণ মেয়ের সঙ্গে। যার সঙ্গে তার সম্পর্কটা ভাল নয়। তবে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে নায়িকার সম্পর্কটা বেশ ভালো। আগামী দিনে এই সিরিয়ালের গল্প কোন দিকে মোড় নেবে এবং দর্শকরা এই জুটিকে কতটা আপন করে নেবেন সেটাই দেখার।