বাংলা নববর্ষ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। নতুন বাংলা বছরে কোন কোন সিনেমা মুক্তি পাবে সেটা গল্পের পার্বণ ১৪৩২ ঘোষণা করে জানিয়ে দেওয়া হল। তবে শুধু সিনেমা নয়, একগুচ্ছ ওয়েব সিরিজও মুক্তি পাবে এই বছর। বহু প্রতীক্ষিত বেশ কিছু সিরিজের পরবর্তী পার্ট মুক্তি পাবে যেমন, তেমনি মুক্তির অপেক্ষায় আছে বেশ কিছু নতুন সিরিজও। এক নজরে দেখে নিন সেই তালিকা।
১. অনুসন্ধান : অদিতি রায়ের পরিচালিত অনুসন্ধান ওয়েব সিরিজে থাকছেন শুভশ্রী গাঙ্গুলী। এখানে তাকে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে। সম্পূর্ণভাবে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ এমন কারাগারে মহিলা-বন্দীরা কীভাবে গর্ভবতী হচ্ছেন সেই ঘটনার অনুসন্ধান চালাবেন শুভশ্রী।
২. নাগমণির রহস্য : আসছে সায়ন্তন ঘোষালের পরিচালিত ওয়েব সিরিজ নাগমণির রহস্য। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সোহিনী সরকার। থাইল্যান্ডের একটি পৌরাণিক রত্নের খোঁজে অভিযান চালাবেন তিনি।
৩. তোমাকেই চাই : অরিজিৎ টোটন চক্রবর্তী এবং অদিতি রায়ের আরেকটি ওয়েব সিরিজ মুক্তি পাবে এই বছর। এখানে ত্রিকোণ প্রেমের প্রেক্ষাপট ধরা পড়বে। মুখ্য চরিত্রে রয়েছেন সুহত্র মুখোপাধ্যায়, সৃজলা গুহ এবং মানালি মনীষা দে।
৪. বীরাঙ্গনা : সন্দীপ্তা সেনের বীরাঙ্গনাও এই তালিকায় রয়েছে। এখানে একজন সাব ইন্সপেক্টরের গল্প দেখানো হবে যিনি পুরুষ প্রধান পুলিশ বাহিনীতে নিজের যোগ্যতা প্রমাণ করবেন।
৫. নিকষ ছায়া ২ : গত বছরের ভূতচতুর্দশীতে মুক্তি পেয়েছিল ভাদুড়ি মশাইয়ের গল্প নিকষ ছায়ায় প্রথম পার্ট। তার দ্বিতীয় পার্ট মুক্তি পাবে এই বছরের কালী পুজোতে। চিরঞ্জিত চক্রবর্তী থাকবেন মুখ্য ভূমিকায়। এছাড়াও থাকবেন গৌরব চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বোস কাঞ্চন মল্লিকরা।
৬. ভোগ : পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ভোগও রয়েছে এখন মুক্তির অপেক্ষায়। এখানে অতীনের ভূমিকায় অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। আর ডামোরির চরিত্রে থাকবেন পার্নো মিত্র। ইতিমধ্যেই তাদের প্রথম লুক প্রকাশ্যে এসেছে।
৭. এডভোকেট অচিন্ত্য আইচ : ঋত্বিক চক্রবর্তী অ্যাডভোকেট অচিন্ত্য আইচ পরবর্তী পার্ট আসবে এই বছরই। জয়দীপ মুখোপাধ্যায় এই সিরিজের পরিচালনা করছেন।
৮. কাল রাত্রি ২ : ২০২৪ সালে মুক্তি পায় কালরাত্রির প্রথম পার্ট। অয়ন চক্রবর্তী পরিচালিত এই সিরিজের প্রথম পার্ট দর্শকরা খুব পছন্দ করেছেন। মুখ্য চরিত্রে দেবীর ভূমিকায় অভিনয় করেছেন সৌমিতৃষা কুন্ডু। এবার এই বছর এই সিরিজের দ্বিতীয় পার্ট মুক্তি পাবে।
৯. ইন্দু ৩ : ইশা সাহার ইন্দু ওয়েব সিরিজও জনপ্রিয় একটি ওয়েবসিরিজ। এই বছরই এই সিরিজের তৃতীয় এবং অন্তিম পার্ট মুক্তি পাবে।।
১০. ভূত তৈরিকি : এছাড়াও আসছে কৌশিক হাফিজির ভূত তৈরিকি নামের একটি হরর কমেডি। অনির্বাণ ভট্টাচার্য, দীপান্বিতা সরকার, ঐশ্বর্য সেন, আভেরি সিংহ রায়, দেবরাজ ভট্টাচার্যদের অভিনয় করতে দেখা যাবে এখানে।
১১. ফেলুদার গোয়েন্দাগিরি : কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় এবার আসছে রয়েল বেঙ্গল রহস্য। যেখানে ফেলুদার ভূমিকায় অভিনয় করবেন টোটা রায়চৌধুরী।
১২. লজ্জা ২ : অদিতি রায়ের লজ্জা ওয়েব সিরিজের প্রথম পার্ট দর্শকরা খুব পছন্দ করেছিলেন। এবার এই বছর মুক্তি পাবে এই ওয়েব সিরিজের পরবর্তী পার্ট। গতবারের মতো এবারেও মুখ্য ভূমিকায় থাকবেন প্রিয়াঙ্কা সরকার।
১৩. দ্য একেন : এবার বেনারসে গিয়ে রহস্যের সমাধান করবেন একেন বাবু। এবারও মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী। এই সিরিজের পরিচালনা করছেন জয়দীপ মুখোপাধ্যায়।
১৪. কাদের কুলের বউ : সৃজিত রায় এবং সৌভিক চক্রবর্তীর পরিচালনায় আসছে কাদের কুলের বউ। এটাও এই বছর মুক্তি পাবে।
১৫. কুমিরডাঙ্গা : পরমব্রত চ্যাটার্জীর কুমিরডাঙ্গা ওয়েব সিরিজ রয়েছে মুক্তির তালিকায়। এটাও একটা সাসপেন্স থ্রিলার হতে চলেছে।
১৬. গোরা : গোরা ওয়েব সিরিজ দর্শকদের মধ্যে বেশ ভালই সাড়া পেয়েছে। এবার শাহনা দত্তের পরিচালনায় ‘গোরাই গন্ডগোল’ নামের একটি সিনেমা মুক্তি পাবে। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী।
আরও পড়ুন : ২০২৫ সালে মুক্তি পাবে কোন কোন বাংলা ও হিন্দি সিনেমা? দেখুন তালিকা
আরও পড়ুন : ফুল অন সাসপেন্স, ধুন্ধুমার অ্যাকশন! ২০২৫ -এ মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই ৫ দক্ষিণী সিনেমা
১৭. শাখা প্রশাখা : ঋতাভরী চক্রবর্তীর শাখা-প্রশাখাও মুক্তি পাবে। এখানে ঋতাভরী একজন সিঙ্গেল মায়ের ভূমিকা অভিনয় করবেন। যিনি তার অসুস্থ মেয়েকে সুস্থ করার জন্য স্বামীর সম্পত্তি পাওয়ার লড়াই লড়বেন শ্বশুরবাড়ির বিরুদ্ধে।
১৮. আতঙ্ক : স্বস্তিকা দত্তের আতঙ্ক মুক্তি পাবে হইচই টিভি প্লাসে। সদ্য বিবাহিত একটি মেয়ের জীবনের অস্থির কাহিনী ফুটে উঠবে এই সিরিজে।
১৯. শ্রীরামকৃষ্ণ : শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক যাত্রা এবং অটল ভক্তির কাহিনী এবার ফুটে উঠবে ওয়েব সিরিজের মাধ্যমে। দেখতে হলে হইচইয়ের সাবস্ক্রিপশন নিয়ে নিতে ভুলবেন না।