সদ্য শেষ হয়েছে জি বাংলার সারেগামাপার জার্নি। সংগীতের এই একটানা বেশ কয়েক মাসের যাত্রা শেষ হল গত সপ্তাহে রবিবারেই। প্রায় সঙ্গে সঙ্গেই জি বাংলা ঘোষণা করে দিল আসন্ন ডান্স বাংলা ডান্সের নতুন সিজনের। আরও বড় চমক নিয়ে জি বাংলা তে আসছে। ডান্স বাংলা ডান্স। গানের পর এবার নাচের জগতে হারিয়ে যাবেন দর্শকরা। আর এবারের ডান্স বাংলা ডান্সে থাকছে একাধিক চমক।
ডান্স বাংলা ডান্সের বিচারক হবেন কে?
জি বাংলা ডান্স বাংলা ডান্সের হাত ধরে দীর্ঘদিন পর আবার জি বাংলাতে ফিরতে চলেছেন যিশু সেনগুপ্ত। মাঝের কয়েকটা বছর তিনি স্টার জলসার রিয়েলিটি শো সঞ্চালনা করতেন। তবে দীর্ঘ বেশ কয়েক বছর পর যিশু আবার ফিরছেন জি বাংলার ডান্স বাংলা ডান্সের বিচারক হিসেবে। তার সঙ্গে শুভশ্রী গাঙ্গুলী, শ্রাবন্তী চ্যাটার্জী এবং মৌনী রায় থাকবেন। ডান্স বাংলা ডান্সের এই নতুন সিজনের প্রোমো ইতিমধ্যেই চলে এসেছে। প্রত্যেকবারের মতো এবারেও অঙ্কুশ হাজরা ডান্স বাংলা ডান্সের সঞ্চালক হবেন কিনা সেটাই দেখার।
আরও পড়ুন : যোগ্যরা পেল না সঠিক বিচার! সারেগামাপার উপর চরম অসন্তুষ্ট দর্শকরা
আরও পড়ুন : রাতারাতি বদলে যাবে ‘চিরসখা’র নায়ক! সুদীপের জায়গায় আসবেন কোন নতুন অভিনেতা?
ডান্স বাংলা ডান্সের বিশেষ চমক
তবে শুধু যিশু, শুভশ্রী, কৌশানি নন, ডান্স বাংলা ডান্সের অন্যতম বড় চমক হিসেবে থাকবেন মিঠুন চক্রবর্তীও। প্রত্যেক বারের মত এইবারেও মহাগুরুর আসনে বসবেন তিনি। যে প্রোমো প্রকাশ পেয়েছে সেখানে জঙ্গলে বাঘের মুখে পড়ে নাচতে দেখা গিয়েছে অভিনেতা শাহির রাজকে। সবে মাত্র সারেগামাপার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হলো। আর কিছুদিনের মধ্যেই ডান্স বাংলা ডান্সের প্রস্তুতি শুরু হয়ে যাবে। সংগীতের পর এবার নাচের নতুন প্রতিভারা উঠে আসবেন এই মঞ্চে। ৮ ই মার্চ থেকে প্রতি সপ্তাহের শনি ও রবিবার সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান।