আমির খানের ‘লগান’ সিনেমার নায়িকা গ্রেসি সিংকে মনে আছে আপনার? এরপর মুন্নাভাই এমবিবিএসে সঞ্জয় দত্তের নায়িকা হয়েও নজর কেড়েছিলেন তিনি। কিন্তু হাতে গোনা কয়েকটি সিনেমা করেই কোথায় যেন হারিয়ে গেলেন এই অভিনেত্রী। বহু বছর পর আবার দেখা মিলল তার। আশুতোষ গোয়ারিকরের ছেলের বিয়ের অনুষ্ঠানে সম্প্রতি হাজির হয়েছিলেন গ্রেসি। ধরা পড়লেন পাপারাজ্জিদের ক্যামেরায়।
সম্প্রতি নিয়তি কণাকিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন আশুতোষ গোয়ারিকরের ছেলে কোনার্ক গোয়ারিকর। বলিউডের একাধিক তারকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন পরিচালক। তাদের মধ্যে গ্রেসিও ছিলেন। ৪৪ বছরের এই অভিনেত্রী এই দিন গোলাপি রঙের একটি লেহেঙ্গা পরে এসেছিলেন। খোলা চুল, নাম মাত্র গয়না ও হালকা মেকআপেও সুন্দরী দেখাচ্ছিল তাকে।
এত বছর বাদে গ্রেসিকে দেখে নেট নাগরিকরা খুবই খুশি। কেউ কেউ বলছেন তাকে একেবারে জয়াপ্রদার মত দেখাচ্ছে। একইসঙ্গে তিনি কেন বলিউড থেকে হারিয়ে গেলেন সেই প্রশ্নটাও বারবার উঠছে নেট নাগরিকদের মনে। একাধিক সিনেমাতে দুর্দান্ত অভিনয় সত্ত্বেও অভিনয় জগত ছেড়ে হারিয়ে গেলেন গ্রেসি। একসময় তিনি সঞ্জয় দত্ত, আমির খান, অজয় দেবগনের মত অভিনেতাদের সঙ্গে অভিনয় করেন। পরবর্তীকালে তিনি আবার কমল রশিদ খানের সঙ্গে অভিনয় করে বি গ্রেড সিনেমার তকমা পেয়ে যান। একটা সময় বলিউডের বড় বড় পরিচালকরা গ্রেসিকে এড়িয়ে চলতেন। বলতে গেলে ভুল সিনেমায় অভিনয় করে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছিলেন গ্রেসি।
আরও পড়ুন : বিয়ে করলেও কেন বিনোদ মেহেরার সঙ্গে সংসার করতে পারেননি রেখা?
আরও পড়ুন : ছিল না পিতৃপরিচয়, জোটেনি স্বামীর ভালোবাসা! একাধিক পুরুষসঙ্গী থাকলেও একা এই বলিউড অভিনেত্রী
উল্লেখ্য আশুতোষ গোয়ারিকরের ছেলের বিয়ের অনুষ্ঠানে বিদ্যা বালান, সিদ্ধার্থ রায় কাপুর, আমির খান, জাভেদ আখতার, শাবানা আজমির মত বলিউডের বড় বড় অভিনেতারা উপস্থিত ছিলেন। তবে সবার মধ্যে থেকে নজর কাড়লেন আশুতোষ নিজেই। লাগান সিনেমার ‘মিতয়া’ গানে মঞ্চে উঠে নাচতে দেখা গেল তাকে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সেই নাচ।
View this post on Instagram