বলিউড অভিনেত্রী রেখার জীবনে রয়েছে অনেক বিতর্ক। বিশেষ করে তার জীবনে বহু পুরুষের আগমন, একাধিক বিয়ে এবং বিবাহিত অভিনেতাদের সঙ্গে সম্পর্ক, এসবের কারণে রেখা বরাবরই লাইমলাইট দখল করে থেকেছেন। রেখার সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্ক নিয়ে সবথেকে বেশি চর্চা হয়। এছাড়াও বলিউড অভিনেতা বিনোদ মেহেরার সঙ্গেও রেখার সম্পর্ক নিয়ে একসময় তোলপাড় হয়েছিল ইন্ডাস্ট্রি। বিনোদকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সংসার করতে পারেননি। কেন জানেন?
বিনোদ মেহেরাকে লুকিয়ে বিয়ে করেন রেখা
ইয়াসের উসমানের লেখা রেখার আত্মজীবনী রেখা দা আনটোল্ড স্টোরিতে বিনোদের সঙ্গে তার সম্পর্কের কথা উল্লেখ রয়েছে। যখন জিতেন্দ্রর সঙ্গে রেখার সম্পর্ক ভাঙ্গে তারপর বিনোদের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। এমনকি লুকিয়ে তারা বিয়েও করেছিলেন। কিন্তু এই সম্পর্কটা বিনোদের মা মেনে নিতে পারেননি। রেখাকে নিজের বাড়ির বউ হিসেবে মানতে চাননি তিনি। দুজনে অবশ্য অনেক চেষ্টা করেছিলেন তাকে বোঝানোর। কিন্তু লাভ হয়নি।
কেন বিনোদ মেহরার সঙ্গে সংসার করতে পারেননি রেখা?
সেই সময় বিনোদের মায়ের কারণে রেখা এবং বিনোদের মধ্যে নিত্য অশান্তি লেগেই থাকতো। এমনকি রেখা নাকি ইঁদুর মারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বলে শোনা যায়। একবার একটি সাক্ষাৎকারে রেখা বিনোদের মাকে নিয়ে বলতে গিয়ে বলেন, “বিনোদের মায়ের কাছে আমি হিরোইন ছিলাম না। ছিলাম বদনাম হিরোইন। যার অতীত জঘন্য এবং নোংরা। যে কিনা সেক্স ম্যানিয়াক। বিনোদের কথা মাথায় রেখে প্রথম প্রথম আমাকে সহ্য করে নিলেও এখন দুচোখে দেখতে পারেন না।”
আরও পড়ুন : দুটো বিয়ে বাবার! কী হয়েছিল অমিতাভ বচ্চনের সৎ মায়ের?
আরও পড়ুন : ছিল না পিতৃপরিচয়, জোটেনি স্বামীর ভালোবাসা! একাধিক পুরুষসঙ্গী থাকলেও একা এই বলিউড অভিনেত্রী
সিমি গারেওয়ালের একটি টকশোতে রেখা নিজে এই কথাগুলি বলেছিলেন। পরবর্তীতে দেখা বিয়ে করেন ব্যবসায়ী মুকেশ আগারওয়ালকে। কিন্তু সেই দাম্পত্য এক বছরের বেশি টেঁকেনি। রেখার ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন মুকেশ। মুকেশের আত্মহত্যার দায় রেখার উপরেই চাপিয়েছিল তার পরিবার। এমনকি তাকে ডাইনি অপবাদ দেওয়া হয়। বলিউড থেকে তাকে রীতিমত এক ঘরে করে দেওয়া হয়।