সিরিয়াল ছেড়ে সিনেমায় পা! টলিউডে পা রাখবেন সব্যসাচী চৌধুরী

সব্যসাচী চৌধুরী, বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে তিনি কখনও রামপ্রসাদ, কখনও সাধক বামাক্ষ্যাপা। তবে এবার চেনা গন্ডি পেরিয়ে টলিউডের পর্দায় পা রাখতে চলেছেন তিনি। তার সামনে এলো এক বড় সুযোগ। সিরিয়ালের নায়ক থেকে এবার তিনি সরাসরি সিনেমার নায়ক হতে চলেছেন। কবে কোন সিনেমাতে দেখা যাবে সব্যসাচীকে? মিলল এই বড় আপডেট।

টলিউডে পা রাখবেন সব্যসাচী চৌধুরী

সাধক বামাক্ষ্যাপার রহস্যময় জীবন, আধ্যাত্মিকতা এবং বিশ্বাসের উপর নতুন একটি সিনেমা বানাতে চলেছে এসভিএফ প্রোডাকশন। যে সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন ঘোষাল। সিনেমাটির নামও সাধক বামাক্ষ্যাপা। আর এখানেই মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সব্যসাচী চৌধুরীকে। সিরিয়ালের পর এবার সিনেমাতেও সাধক বামাক্ষ্যাপার চরিত্র ফুটিয়ে তুলবেন তিনি।

Sabyasachi Chowdhury

আসছে সব্যসাচীর প্রথম সিনেমা সাধক বামাক্ষ্যাপা

ইতিমধ্যেই এই নতুন সিনেমার একটি পোস্টার প্রকাশ পেয়েছে। ছবির পোস্টারে সব্যসাচীর লুক প্রকাশ পেয়েছে। মুখভর্তি গোঁফ এবং দাঁড়ি, গলায় রুদ্রাক্ষের মালা, তারা মায়ের বিগ্রহের সামনে বসে এক মনে হোমকুন্ডে যজ্ঞ করছেন তিনি। এই খবর পেয়ে খুবই খুশি সব্যসাচীর ভক্তরা। রামপ্রসাদের পর আর টিভি সিরিয়ালের পর্দায় দেখা যায়নি সব্যসাচীকে। তার এই কামব্যাকের খবরে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন।

আরও পড়ুন : শত্রু সিনেমার মাস্টার তাপু এখন কোথায়? দেখলে চোখ ফেটে জল আসবে

Sabyasachi Chowdhury

আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! জনপ্রিয় নায়কের সঙ্গে সিরিয়ালে ফিরবেন পল্লবী শর্মা

শুক্রবার এসভিএফের গল্পের পার্বণ ১৪৩২ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই খবর ঘোষণা করা হয়েছে। বর্তমানে এই সিরিয়ালের শুটিং চলছে। খুব শীঘ্রই সব্যসাচীর প্রথম সিনেমা মুক্তি পাবে। ছোট পর্দার সাধক বামাক্ষ্যাপা এবং রামপ্রসাদকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শকরা। এখন টলিউডে তার জার্নি কিরকম হয় সেটাই দেখার।