কনটেন্টের নামে নোংরামি, মা ছেলের অন্তরঙ্গতা! প্রতিবাদে সরব নেট নাগরিকরা

ছেলের সঙ্গে মায়ের অন্তরঙ্গতা! মাত্র কয়েকটা ভিউজের জন্য মা-ছেলের সম্পর্ককে এ কোথায় নামিয়ে আনছে সমাজ? ভাইরাল হতে ছেলের সঙ্গে রোমান্টিক ভিডিও বানাচ্ছেন। ক্যামেরার সামনে অন্তরঙ্গতায় মাতছেন মায়েরা! এসব নোংরামি দেখে সোশ্যাল মিডিয়াতে উঠল প্রতিবাদের ঝড়। ছেলের সঙ্গে আপত্তিকর ভিডিও বানিয়ে রীতিমত ট্রোল্ড হলেন সন্তুর মম রচনা।

ইনস্টাগ্রামে ‘সন্তুর মম রচনা’র অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে মা এবং ছেলে পাশাপাশি এমনভাবে হাঁটছেন দেখে যেন মনে হচ্ছে দুই প্রেমিক যুগল। কখনও রোমান্টিক গানে নাচ, কখনও মাকে চুমু খাওয়ার চেষ্টা, এর আগেও বহুবার রচনা তার ছেলের সঙ্গে এমন অনেক ভিডিও ছেড়েছেন যেগুলো কোনও সুস্থ মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। তাদের রুচি নিয়ে উঠছে প্রশ্ন। এই মা এবং ছেলের আচরণ বেশ সন্দেহজনক, বলছেন নেট নাগরিকদের একাংশ।

Santoor Mom Rachna

ইতিমধ্যেই এই ভিডিও ৪৪ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। আরো একটি এমন আপত্তিকর ভিডিওতে ভিউজ হয়েছে ১ কোটি। রচনার ফলোয়ার্সের সংখ্যা ৮ লক্ষেরও বেশি। অর্থাৎ বোঝাই যাচ্ছে, নিজেদের উদ্দেশ্য সফল হয়েছেন রচনা এবং তার ছেলে। সোশ্যাল মিডিয়াতে তাদের ভিডিও নিয়ে যে বেজায় সমালোচনা হবে সেটা তারা জানতেন। তাই এই ভিডিওর কমেন্ট বক্স আগে থেকেই বন্ধ রেখেছেন তারা।

আরও পড়ুন : অশ্লীলতার মাত্রা ছাড়িয়ে মহাকুম্ভ স্নান! স্যান্ডি সাহাকে ধুয়ে দিল নেটিজেনরা

শুধু দুটো লাইক শেয়ারের জন্য মা-ছেলের পবিত্র সম্পর্ককেও নিচে নামিয়ে আনছেন একদল মানুষ। ভাইরাল হওয়ার লোভে মা-ছেলের সম্পর্ককেও কলঙ্কিত করছেন। কনটেন্ট ক্রিয়েশনের নামে চলছে নোংরামি। এসব এখনই আটকাতে চাইলে আপনার প্রতিবাদ জানাতে ভুলবেন না।

 

View this post on Instagram

 

A post shared by Rachna (@santoormomrachna)