আবারও লিপ নেবে অনুরাগের ছোঁয়া। বড় হয়ে যাবে সোনা এবং রূপা। আবার খুব বড় পরিবর্তন আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার গল্পে। ছোট্ট সোনা-রূপার পাশাপাশি কিশোরী সোনা-রূপা দেবপ্রিয়া বসু এবং সাইনা চ্যাটার্জীকেও বেশ ভালোবাসা দিয়েছেন দর্শকরা। তবে এবার গল্প থেকে বিদায় নেবেন সাইনা এবং দেবপ্রিয়া। তার বদলে আরো দুই নতুন নায়িকার আগমন হবে সোনা ও রূপার বড় বেলা দেখানোর জন্য।
সম্প্রতি চ্যানেলের তরফ থেকে যে নতুন প্রোমো শেয়ার করা হয়েছে তাতে দেখা গেল সূর্য এবং দীপা খুবই করুণ অবস্থায় পড়েছে। দীপা কিছু মহিলাকে নিয়ে ক্যাটারিং এর ব্যবসা খুলেছে। পরের দৃশ্যে দেখা যায় সূর্যকে হুইল চেয়ারে বসিয়ে রান্না ঘরে নিয়ে আসে সোনা। তবে দেবপ্রিয়া নন, তার বদলে নতুন এক নায়িকা এখন থেকে সোনার ভূমিকায় অভিনয় করবেন। এই চরিত্রে অভিনয় করবেন নিশা পোদ্দার।
দীপাকে বলতে শোনা যায়, “সোনা তুই বাবাকে নিয়ে বাইরে যা। সবাই দোল খেলছে।” তখন সোনা মাকেও রং খেলায় অংশ নিতে বলে। কিন্তু মেয়ের কথা শুনে দীপার মুখ কালো হয়ে যায়। সে ভাবতে থাকে, “কোথায় চলে গেলি রূপা?” এরপর দেখানো হয় বড় রূপাকে। সে একটি মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে হাতজোড় করে বলছে, “তুমি তো জানো ঠাকুর, মা আর আমার জন্য অপেক্ষা করে না।” রূপা মায়ের প্রতি ক্ষোভ এবং অভিমানে পরিবার ছেড়ে অনেক দূরে চলে যাবে।
আরও পড়ুন : স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডসে কে কোন পুরস্কার পেল? টিভির আগেই ফাঁস ফলাফল
আরও পড়ুন : আসছে তুই আমার হিরো! রইল জি বাংলার নতুন সিরিয়ালের ঝলক
অনুরাগের ছোঁয়ার বর্তমান গল্প অনুসারে মিশকা আবার ফিরে এসেছে। আর সে তার খুনের দায় চাপিয়েছে রূপার উপর। দীপাও পুলিশের সামনে বলে যদি রূপাকে তারা খুঁজে আনতে পারে তাহলে সে নিজে পুলিশের হাতে মেয়েকে তুলে দেবে। সেটা শুনেই মাকে ভুল বুঝে রূপা অনেক দূরে সরে যায়। আর এরপরই গল্প লিপ নেবে। রূপার বড় বেলার চরিত্রে অভিনয় করবেন সংহিতা বন্দ্যোপাধ্যায়। এটাই তার প্রথম কাজ। আর সোনা ওরফে নিশাকে এর আগে এখানে আকাশ নীল, দেবী, মন দিতে চাই সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে।