এই একটি গান গেয়ে চরম লজ্জিত শ্রেয়া ঘোষাল, আজও আপসোস করেন একান্তে

শ্রেয়া ঘোষাল, বাংলার এই গায়িকা আজ গোটা দেশে বিখ্যাত। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, ইংরেজি ইত্যাদি মিলিয়ে প্রচুর ভাষায় প্রচুর গান গেয়েছেন শ্রেয়া। তার গান গোটা বিশ্বে সমাদৃত। তার গানের প্রশংসায় পঞ্চমুখ আট থেকে আশি। বলিউডের বহু সিনেমাতে বহু সুপারহিট গান গেয়েছেন তিনি। তবুও শ্রেয়া তার নিজের গাওয়া গান নিয়ে লজ্জায় ভোগেন। সম্প্রতি শ্রেয়া ঘোষাল জানিয়েছেন এই কথা। নিজের গাওয়া কোন গানটিকে নিয়ে শ্রেয়ার লজ্জা হয়?

রোমান্টিক গানের পাশাপাশি শ্রেয়া ঘোষাল কিছু আইটেম গানও গেয়েছেন। তার গাওয়া ‘চিকনি চামেলি’ গানটি আজ এত বছর পরেও বেশ জনপ্রিয়। শ্রেয়ার গান আর ক্যাটরিনা কাইফের নাচে চিকনি চামেলি আজও হিট। বলিউডের বেশ কিছু সিনেমার আইটেম গান শুনলে বেশ লজ্জায় পড়ে যেতে হয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্রেয়া ঘোষাল জানিয়েছেন এই গানটি নিয়ে তিনি আজও লজ্জায় থাকেন। অগ্নিপথ সিনেমার এই গান তাকে বিচলিত করে।

Chikni Chameli

কানাডিয়ান ইউটিউবার লিলি সিংকে দেওয়া শ্রেয়া তার সাক্ষাৎকারে বলেছেন তাকে লজ্জা দেয় এমন গান। বিশেষ করে ৫-৬ বছরের ছোট ছোট মেয়েরা যখন গানটি না বুঝেই গাইতে শুরু করে, তখন সেটা তার কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তার কথায়, “আমার এরকম কিছু চটুল গান রয়েছে, যা অস্বস্তিকর বলে মনে হতে পারে, তেমনই একটি গান চিকনি চামেলি। যে গানে যৌন ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করা এবং নারীদের পণ্যের মতো দেখানো দেখানো হয়েছে। আমি এখন এই গানটা নিয়ে কেন এত উদ্বিগ্ন? কারণ আমি যখন দেখি এই গানটা ছোট ছোট মেয়েরা, গানের অর্থ না বুঝেই গাইছে।’’

আরও পড়ুন : এই জনপ্রিয় গায়ক ছিলেন শ্রেয়া ঘোষালের প্রেমিক! জানেন তিনি কে?

Shreya Ghoshal

আরও পড়ুন : এই বলিউড নায়িকার জন্য স্ত্রীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন কুমার শানু! কে সেই সুন্দরী?

তিনি আরো বলেছেন এরকম গান মেয়েরা লিখলে অনেক বেশি সচেতনভাবে লিখতে পারতেন। কিন্তু পুরুষ লিখতে বসলে ভাষার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। শ্রেয়া আর কখনো এমন কোনও গানের অংশ হতে চান না। শ্রেয়ার মুখে এমন কথা শুনে সোশ্যাল মিডিয়াতে অনেকেই তাকে সমর্থন জানাচ্ছেন। তবে কেউ কেউ আবার তাকে বলছেন ভন্ড গায়িকা। কারণ ইন্ডিয়ান আইডলের একটি পর্বে শ্রেয়া নিজেই এই গানটি গান এবং বেশ উপভোগ করেছিলেন। আরেকজন লিখছেন শ্রেয়া ঘোষালের কনসার্টে তিনি উপস্থিত ছিলেন এবং সেখানেও শ্রেয়াকে খুব আগ্রহের সঙ্গে এই গানটি গাইতে শুনেছিলেন।