খবর মিলেছিল অনেক আগেই, অবশেষে সেটাই সত্যি হল। ২৮শে ফেব্রুয়ারি, শুক্রবার পাকাপাকিভাবে ফ্লোর থেকে বিদায় নিতে চলেছে নিম ফুলের মধুর টিম। জি বাংলার এই মেগা সিরিয়াল আড়াই বছরের জার্নি শেষ করল। পল্লবী শর্মা এবং রুবেল দাসের এই সিরিয়ালটির জনপ্রিয়তা আজও প্রচুর। তবে সব শুরুর একটা শেষ থাকে। তাই নিম ফুলের মধুও বিদায় নিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে মন খারাপ করা পোস্ট করলেন এই সিরিয়ালের সদস্যরা।
২০২২ সালের নভেম্বর মাসে নিম ফুলের মধুর যাত্রা শুরু হয়েছিল জি বাংলার পর্দায়। সেই থেকে টানা আড়াই বছর সগর্বে এই ধারাবাহিকের সম্প্রচার চলেছে। বেঙ্গল টপার হয়েছে বেশ কয়েকবার। তাছাড়াও টিআরপিতে বেশ ভালই জায়গা ধরে রেখেছিল নিম ফুলের মধু। কিন্তু মাঝে স্লট পরিবর্তন হওয়ার পর হঠাৎ করেই টিআরপি এক ধাক্কায় নিচে নেমে যায়। এরপর আর এই সিরিয়ালের টিআরপি বাড়েনি। ২০২৫ সালের মার্চ মাসের ৯ তারিখ পর্যন্ত নিম ফুলের মধুর সম্প্রচার চলবে।
নিম ফুলের মধু যে বন্ধ হচ্ছে সেই খবর আগেই শুনিয়েছিলেন রুবেল দাস। বৃহস্পতিবার বিকেলের পর নিম ফুলের মধু বন্ধের খবর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন মৌমিতা ওরফে মানসী সেনগুপ্ত, ললিতা ওরফে তনুশ্রী গোস্বামী। মানসী অবশ্য বেশ কিছুদিন আগেই সিরিয়াল থেকে সরে গিয়েছেন। তিনি এই শেষ লগ্নে এসে নিম ফুলের মধুর সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে লিখলেন, “কী দারুণ একটা মনে রাখার মত ইনিংস। এটির ভাগ হতে পেরে আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি। আমি খুব মিস করবো।”
আরও পড়ুন : আসছে তুই আমার হিরো! রইল জি বাংলার নতুন সিরিয়ালের ঝলক
আরও পড়ুন : কপাল পুড়লো জনপ্রিয় মেগার! প্রকাশ্যে ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালের টাইম স্লট
এরপর পর্ণার জেঠি শাশুড়ি ওরফে ললিতা ওরফে তনুশ্রী সোশ্যাল মিডিয়াতে লেখেন, “সব শুরুর শেষ আছে। এর অন্যথা হবে না। আমরা তোমাকে মিস করবো দত্তবাড়ি।” শুক্রবার নিম ফুলের মধুর শেষ শুটিংয়ের দিন ধার্য হয়েছে। ৯ই মার্চ হবে অন্তিম সম্প্রচার। তারপর ১০ তারিখ থেকে নিম ফুলের মধুর বদলে সম্প্রচার হবে আনন্দী। আর আনন্দীর জায়গায় অর্থাৎ সাড়ে ছটার সময় সম্প্রচারিত হবে নতুন সিরিয়াল চিরদিনই তুমি যে আমার।