জি বাংলাতে আসছে আরো একটি নতুন সিরিয়াল। রুবেল দাস এবং মোহনা মাইতিকে মুখ্য চরিত্রে রেখে যে জি বাংলা আরও একটি নতুন ধামাকা আনতে চলেছে সেই খবর তো আগেই মিলেছিল। এবার চলে এল সেই নতুন সিরিয়ালের প্রথম ঝলক। সিরিয়ালের নাম তুই আমার হিরো। এটাও একটি প্রেমের গল্প। পল্লবী এবং রুবেলের পর এবার রুবেল ও মোহনার প্রেমের কেমিস্ট্রি দেখবেন দর্শকরা।
জি বাংলায় আসছে তুই আমার হিরো
প্রোমো নয়, তুই আমার হিরো সিরিয়ালের প্রথম ঝলকটুকুই কেবল শেয়ার করেছে জি বাংলা। আপাতত শুধু পোস্টার শেয়ার করা হয়েছে সিরিয়ালের। নতুন এই সিরিয়ালের গল্প অনুসারে মোহনা মাইতি অর্থাৎ সিরিয়ালের নায়িকা একটি সাধারণ মেয়ে। আর নায়ক অর্থাৎ রুবেল দাস একজন সুপারস্টার। সেই সুপারস্টারের সঙ্গেই সাধারণ মেয়েটির প্রেম কীভাবে হবে, সেটাই এই সিরিয়ালের প্রধান বিষয়বস্তু।
কে কী বলছেন?
কয়েক ঘন্টা আগে শেয়ার করা জি বাংলার এই নতুন সিরিয়ালের প্রথম ঝলক দেখে দর্শকরা বেশ খুশি। বেশ নতুন কিছু দেখার অপেক্ষায় রয়েছেন তারা। আবার কেউ কেউ বলছেন নায়িকা মোহনার জায়গায় পল্লবী শর্মাকে নিলেই সবথেকে ভালো হত। কেউ কেউ আবার বলছেন চোখের তারা তুই সিরিয়ালের কপি হতে চলেছে এটি। অনেকেই আবার নায়িকা বদলের দাবি তুলছেন। তবে মোটের উপর প্রথম ঝলক দেখে সিরিয়ালটিকে বেশ পছন্দই করছেন দর্শকরা।
আরও পড়ুন : কপাল পুড়লো জনপ্রিয় মেগার! প্রকাশ্যে ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালের টাইম স্লট
আরও পড়ুন : এই সপ্তাহের বেঙ্গল টপার কে? প্রকাশ্যে এল টিআরপির সেরা দশের তালিকা
জি বাংলাতেই মোহনা মাইতির হাতে খড়ি হয়েছে। ডান্স বাংলা ডান্স থাকে তার উত্থান। নৃত্যশিল্পী হিসেবে ক্যামেরার সামনে পা রাখার পর সরাসরি গৌরী এলো সিরিয়ালের নায়িকা হওয়ার প্রস্তাব আসে তার হাতে। এরপর তিনি কে প্রথম কাছে এসেছি সিরিয়ালে অভিনয় করেন। তবে এই সিরিয়াল টিআরপির অভাবে চলেনি। এটা মোহনার তৃতীয় প্রজেক্ট। অন্যদিকে রুবেল দাস অনেকগুলো সিরিয়ালে অভিনয় করে ফেলেছেন। তার শেষ সিরিয়াল নিম ফুলের মধুর সম্প্রচার এখনও চলছে। তবে এই সিরিয়ালের অন্তিম শুটিং হয়ে গিয়েছে।