মাধ্যমিক পরীক্ষা শেষ। এবার শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী ৩রা মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এখন শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে ছাত্র-ছাত্রীরা। লাস্ট মিনিট সাজেশনের দিকে নজর সকলেরই। এবার জি বাংলা দিদি নাম্বার ওয়ান থেকেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এল লাস্ট মিনিট সাজেশন। বেশ কিছু টপিক বলে দিলেন রাজ্যের বাছা বাছা স্কুলের শিক্ষিকারা। জানুন কোন কোন বিষয়ের উপর জোর দিতে বলছেন তারা।
সম্প্রতি চ্যানেলের তরফ থেকে দিদি নাম্বার ওয়ানের আসন্ন পর্বের যে প্রোমো প্রকাশ করা হয়েছে তাতে ইংরেজি, বাংলা, রসায়ন এবং ইতিহাসের সাজেশন পাওয়া গেল। ইংরেজি শিক্ষিকা মিঠুন দে দেবনাথ জোর দিয়েছেন ‘দ্য প্রপোজাল’ ড্রামার ‘লোমভ’ চরিত্রের উপরে। এখান থেকে নাকি প্রশ্ন আসবেই এই বছর। বাংলার শিক্ষিকা বিদিশা ভট্টাচার্য বলেছেন ভারতবর্ষ গল্পের বৃদ্ধার চরিত্রটি নিয়ে প্রশ্ন এই বছর আসবেই।
একইভাবে রসায়ন এবং ইতিহাসের শিক্ষিকারাও কিছু কিছু সাজেশন দিলেন। ইতিহাসের শিক্ষিকা তো আবার সাজেশন দেওয়ার আগে মজার ছলে বলে উঠলেন, “ইতিহাসের কিছু সাজেশন দিচ্ছি, প্রত্যেকে খাতা পেন বার করে বসে পড়ো।” তার কথা শুনে রচনা বন্দ্যোপাধ্যায় হেসে ফেলেন। তবে এটা নিয়েও সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং।
আরও পড়ুন : ‘নোংরা চরিত্র’ ফাঁস করে দেবেন! ‘কথা’ সুস্মিতাকে হুমকি দিলেন প্রেমিক
সোশ্যাল মিডিয়াতে কেউ লিখছেন, “আমাদের সময় এমন সাজেশন পাইনি বলেই উচ্চমাধ্যমিকে টপার হতে পারলাম না।” কেউ নির্মাতাদের আক্রমণ করে লিখছেন, ”আপনাদের কি খেয়ে দেয়ে কোনও কাজ নেই?” আবার কেউ লিখছেন, “আমাদেরও লোমভ চরিত্রটি এসেছিল। আর আমি শুধুমাত্র ওটাই পড়ে গিয়েছিলাম। বাবা যা সাজেশন দিয়েছিল সব এসেছিল।” আবার কেউ বলছেন, “এবার ইউনিক জিনিস হয়েছে, এবার ভালো টিআরপি আসবে।”
View this post on Instagram