স্বামী নেই, তবুও কেন শাঁখা-সিঁদুর পরেন স্বস্তিকা মুখার্জী?

স্বামী নেই, তবুও সিঁদুর, শাঁখা-পলা কেন পরেন স্বস্তিকা মুখার্জী? সম্প্রতি সিঁথিতে সিঁদুর এবং হাতে শাখা ও পলা পরে স্বস্তিকার ছবি দেখে রীতিমত প্রশ্ন তুলতে শুরু করেন নেট নাগরিকরা। স্বস্তিকা মুখার্জীর অবশ্য বিয়ে হয়েছিল। খুব কম বয়সে তিনি বিয়ে করেছিলেন প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে। কিন্তু সেই বিয়ে থেকে তো অনেক বছর আগেই বেরিয়ে এসেছেন তিনি। তাই তাকে নিয়ে বেশ কৌতুহলী নেট নাগরিকরা।

স্বস্তিকা মুখার্জীর স্বামী কে?

২৫ বছর আগে স্বামী প্রমিত সেনের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন স্বস্তিকা। প্রমিতকে ভালোবেসে কম বয়সেই বিয়ে করেছিলেন স্বস্তিকা। ৩ বছর পর মেয়েকে নিয়ে তিনি আলাদা থাকতে শুরু করেন। সেই থেকে মেয়েকে একাই মানুষ করেছেন স্বস্তিকা। কিন্তু ডিভোর্স নেননি। এতবছরে বারবার প্রেমে পড়লেও আর বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। তাই তাকে বিবাহিতার বেশে দেখে অনেকেরই মনে নানা প্রশ্ন উঠছে।

 Swastika Mukherjee

কেন শাঁখা-সিঁদুর পরেন স্বস্তিকা?

এর জবাবে স্বস্তিকা বলেছেন তিনি শুটিং করেন। সেই কারণে ক্যামেরার সামনে তাকে সিঁদুর, শাঁখা-পলা পরতেই হয়। আর তাছাড়া তিনি আজও বিবাহিতা। প্রমিতের সঙ্গে তার ডিভোর্স হয়নি। অতএব সিঁদুর পরতে তার তো কোনও বাঁধা নেই। প্রমিতের সঙ্গে এখন আর তার কোনও যোগাযোগ নেই। তাদের আর কোথাও একসঙ্গে দেখা যায়ও না। তবুও প্রমিত তার স্বামী রয়েছেন এখনও খাতায়-কলমে।

আরও পড়ুন : অপ্রীতিকর অবস্থায় হোটেলে রানী মুখার্জীর সঙ্গে হাতেনাতে ধরা পড়েন গোবিন্দা! কী করেছিলেন স্ত্রী সুনিতা?

 Swastika Mukherjee

আরও পড়ুন : বিয়ের ৪ বছরেই ডিভোর্স! চুক্তির বিয়ে ভেঙে আলাদা হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় জুটি

তবে স্বস্তিকা একা নন, বলিউডের বহু অভিনেত্রী রহস্যজনকভাবে সিঁদুর পরেন এইভাবে। যেমন লতা মঙ্গেশকর বিবাহিতা না হওয়া সত্ত্বেও সিঁদুর পরতেন। আবার বলিউড অভিনেত্রী রেখা বিধবা হওয়া সত্ত্বেও সিঁদুর পরেন। রেখা অবশ্য বলেন সিঁদুর তার প্রসাধনীর অঙ্গ। কিছুদিন আগেই শুভশ্রী গাঙ্গুলীর দিদি দেবশ্রীও সিঁদুর পরে প্রকাশ্যে এসেছিলেন। তিনিও অবশ্য ডিভোর্সী।