আসছে নতুন সিরিয়াল! জনপ্রিয় নায়কের সঙ্গে সিরিয়ালে ফিরবেন পল্লবী শর্মা

জি বাংলার নিম ফুলের মধু সিরিয়ালটি এখন শেষের পথে। পল্লবী শর্মা এবং রুবেল দাসের এই সিরিয়ালের অন্তিম শুটিং হয়ে গিয়েছে। এখন শুধু অন্তিম সম্প্রচার বাকি। রুবেল দাস এরই মধ্যে মোহনা মাইতির সঙ্গে নতুন সিরিয়ালের শুটিং শুরু করে দিয়েছেন। সেই সিরিয়াল আসবে জি বাংলায়। অন্যদিকে বসে নেই পল্লবীও। বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর হাতেও এসেছে নতুন সিরিয়ালের সুযোগ। বিপরীতে থাকবেন খুবই জনপ্রিয় এক নায়ক। মিলেছে এই বড় আপডেট।

পল্লবী শর্মার নতুন সিরিয়াল

নিম ফুলের মধুর পর এবার খুব শিগগিরই নতুন সিরিয়ালে ফিরবেন পল্লবী। তার প্রথম সিরিয়াল ছিল স্টার জলসার কে আপন কে পর। বেশ কয়েক বছর ধরে দারুণ জনপ্রিয়তা ধরে রেখে এই সিরিয়াল সম্প্রচারিত হয়েছিল। তারপর একটানা দীর্ঘ বেশ কয়েক বছরের ব্রেক নিয়ে নেন পল্লবী। তার কাম ব্যাক হয় জি বাংলার নিম ফুলের মধুর হাত ধরে। এই সিরিয়ালটিও দুই বছর সগর্বে চলল। পল্লবী এবার আবার স্টার জলসায় ফিরবেন। তার নতুন সিরিয়ালটি আসছে স্টার জলসাতে।

 Abhishek Veer Sharma

পল্লবী শর্মার নতুন সিরিয়ালের নায়ক কে হবেন?

এ পর্যন্ত পল্লবী দুটি মাত্র সিরিয়ালে অভিনয় করেছেন। প্রথম সিরিয়ালের জবা-পরম জুটি আজও দর্শকদের মধ্যে হিট। দ্বিতীয় সিরিয়ালে সৃজন এবং পর্ণাও দর্শকদের খুবই প্রিয় জুটি। এবার পল্লবী জুটি বাঁধবেন অভিনেতা অভিষেক বীর শর্মার সঙ্গে। স্টার জলসা কিংবা জি বাংলার পর্দায় তিনি একেবারেই নতুন মুখ ঠিকই। কিন্তু অভিষেক দর্শকদের কাছে একেবারে অপরিচিত নন। তাকে কালার্স বাংলায় সোহাগ চাঁদ সিরিয়ালের নায়ক হিসেবে দেখেছিলেন দর্শকরা।

আরও পড়ুন : কপাল পুড়লো জনপ্রিয় মেগার! প্রকাশ্যে ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালের টাইম স্লট

Pallavi Sharma

আরও পড়ুন : ভাইবোনের ফুলশয্যা! বাংলা সিরিয়ালের গল্প দেখে ছিঃ ছিঃ করছেন দর্শকরা

ইতিমধ্যেই স্টার জলসার এই নতুন সিরিয়ালের প্রোমোর শুটিং হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। খুব শীঘ্রই টিভির পর্দায় আসবে সেটি। নিম ফুলের মধুর শুটিং শেষ হওয়ার পর পল্লবী এখন তার নতুন সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত। তবে সেই সিরিয়ালের নাম কী হবে, গল্প কেমন হবে সেটা জানা যায়নি। কিন্তু পল্লবী যে সিরিয়ালে থাকবেন সেটা নিশ্চয়ই কিছু ধামাকা হবে। এমনটাই আশা করছেন দর্শকরা।