২০শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গিয়েছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এখন সেটা টিভিতে সম্প্রচার হওয়া বাকি। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৫ এ জলসা পরিবারের সদস্যরা প্রায় সকলেই পেয়েছেন পুরস্কার। কেউ কেউ তো আবার একাধিক পুরস্কারও পেয়েছেন। টিভিতে সম্প্রচারের আগেই ফাঁস হয়ে গেল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ফলাফল। সোশ্যাল মিডিয়াতে অভিনেতা এবং অভিনেত্রীরা আনন্দে যে পোস্ট করেছেন সেখান থেকেই সব ফাঁস হয়েছে। দেখে নিন এক নজরে।
কী কী পুরস্কার পেল কথা?
এই অনুষ্ঠান থেকে ২২ টি পুরস্কার জিতে নিয়ে বাংলা টেলিভিশনের ইতিহাসে রেকর্ড করেছে কথা। স্টার জলসার সবথেকে প্রিয় জুটি হিসেবে কথা এবং অগ্নি সবথেকে বেশি পুরস্কার পেয়েছেন। প্রিয় নায়িকা হিসেবেও পুরস্কার উঠেছে কথা ওরফে সুস্মিতা দের হাতে। আর প্রিয় নায়কের পুরস্কার পেয়েছেন এই সিরিয়ালের নায়ক সাহেব ভট্টাচার্য। প্রিয় খল নায়িকার পুরস্কার পেয়েছেন কথা সিরিয়ালের অভিনেত্রী অর্পিতা মুখার্জী।
এছাড়াও স্টার জলসার অন্যান্য সিরিয়ালগুলোও প্রচুর পুরস্কার পেয়েছে। পুরস্কারের নিরিখে কথার পরেই রয়েছে গীতা এলএলবি। অন্যদিকে ৫ হাজার পর্ব পেরানো সিরিয়াল অনুরাগের ছোঁয়াও বেশ কিছু পুরস্কার পেয়েছে। যেমন এর মধ্যে রয়েছে প্রিয় মা সম্মান, এই পুরস্কারটি পেয়েছেন অনুরাগের ছোঁয়ার দীপা ওরফে স্বস্তিকা ঘোষ। সেই সঙ্গে তাকে চল পাল্টাই পুরস্কারও দেওয়া হয়েছে। এই সিরিয়ালে সোনা ওকে দেবপ্রিয়া বসু পেয়েছেন প্রিয় ভালোবাসার সদস্য সম্মান। অন্যদিকে রূপা ওরফে অভিষেক চ্যাটার্জীর মেয়ে সাইনা চ্যাটার্জী পেয়েছেন ফ্রেশ ফেস অ্যাওয়ার্ড। সেইসঙ্গে সাইনাকে রূপার চরিত্রের জন্য আগামী স্টার এবং প্রিয় বোনের পুরস্কারটিও দেওয়া হয়েছে।
অন্যদিকে দুই শালিকে ঝিলিকের শাশুড়ি হিসেবে অদিতি চ্যাটার্জী প্রিয় শাশুড়ি সম্মান পেয়েছেন। অন্যদিকে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের জন্যও তিনি একই পুরস্কার পেয়েছেন। রোশনাই সিরিয়ালের নায়ক শন ব্যানার্জি প্রিয় জামাইয়ের এবং মেল স্টাইল আইকন আওয়ার্ড পেয়েছেন। ফিমেল স্টাইল আইকন অ্যাওয়ার্ড গিয়েছে দুই শালিকের ঝিলিক ওরফে নন্দিনী দত্তের হাতে। আর আঁখি ওরফে তিতিক্ষা দাসকে ফ্রেশ ফেস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন : জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৫: কে কোন পুরস্কার পেল?
আরও পড়ুন : স্টার জলসার সিরিয়ালে দুর্দান্ত মোড়! বহু সময় পর অভিনয়ে ফিরছেন জনপ্রিয় নায়িকা
কবে স্টার জলসায় সম্প্রচার হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড
সেই সঙ্গে দুই শালিকের আঁখি এবং ঝিলিক দুই বোনকে যুগ্মভাবে সেরা মিষ্টি সম্পর্ক পুরস্কার দেওয়া হয়েছে। সেরা খলনায়ক হয়েছেন দুই শালিকের পিআরকে। তবে পুরস্কারের সংখ্যার দিক থেকে বিচার করলে সবার আগে রয়েছে কথা। কারণ বিভিন্ন খাতে ২২ টি পুরস্কার একাই পেয়ে গিয়েছে এই সিরিয়াল। আগামী ১৬ ই মার্চ স্টার জলসায় সম্প্রচারিত হবে এই অনুষ্ঠানটি।