রাতারাতি বদলে গেল আনন্দীর টাইম স্লট! কবে কোন স্লটে দেখবেন এবার?

ফের উলটপালট হতে চলেছে জি বাংলার টাইম স্লট। আসছে একাধিক নতুন সিরিয়াল। বদলাতে চলেছে বেশ কিছু সিরিয়ালের ভাগ্য। এর মধ্যে কিছু সিরিয়াল বন্ধ হওয়ার মুখে, কারও বা বদলাবে স্লট। স্লট বদলের দলে নাম লেখালো অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখার্জীর সিরিয়াল আনন্দী। সন্ধ্যা সাড়ে ছয়টার বদলে কোন সময়ে জায়গা পেল এই সিরিয়াল? আনন্দীর বদলে আসছে কোন নতুন সিরিয়াল?

আনন্দীকে সরিয়ে আসছে চিরদিনই তুমি যে আমার

ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে নতুন সিরিয়াল চিরদিনই তুমি যে আমারের সময়সূচী। আগামী ১০ই মার্চ থেকে সোম থেকে রবিবার প্রত্যেকদিন সন্ধে সাড়ে ছটার সময় দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলের চিরদিনই তুমি যে আমার দেখবেন। আনন্দীকে সরিয়ে এই স্লট দখল করলো নতুন এই সিরিয়াল। আসলে শুরু হওয়ার পর থেকে আনন্দীর টিআরপি তেমন ভালো নেই। বিপরীতে স্টার জলসার গীতা এলএলবির কাছে প্রত্যেকবার স্লট হারায় এই সিরিয়ালটি।

Anandi Serial`s New Time Slot

আনন্দী সিরিয়ালের নতুন স্লট

গত ২৩ শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল আনন্দীর পথ চলা। সেই হিসেবে এই সিরিয়ালের বয়স প্রায় ৬ মাস। দর্শকদের আশঙ্কা ছিল সিরিয়ালটি হয়তো বন্ধ করে দেওয়া হতে পারে টিআরপির অভাবে। কিন্তু না এখন শোনা যাচ্ছে এই সিরিয়ালের স্লট বদল হবে। আপাতত আনন্দীর আগের স্লটে সম্প্রচার হচ্ছে নিম ফুলের মধু। কিন্তু এই সিরিয়ালের গল্পটাও এখন শেষের পথে। ইতিমধ্যেই অন্তিম শুটিং হয়ে গিয়েছে। আর বড়জোর এক সপ্তাহ সম্প্রচার হতে পারে এই সিরিয়ালের।

আরও পড়ুন : বহুদিন পর ফিরছেন দুর্ধর্ষ খলনায়িকা‌! জি বাংলার নতুন সিরিয়ালে থাকবে বিরাট চমক

Anandi Serial`s New Time Slot

আরও পড়ুন : বন্ধের মুখে জি বাংলার একাধিক সিরিয়াল! রইল অন্তিম সম্প্রচারের দিনক্ষণ

তাই দর্শকদের অনুমান আনন্দীকে সরিয়ে নিম ফুলের মধুর জায়গাতে নিয়ে যাওয়া হবে। যদিও এখনো চ্যানেলের তরফ থেকে বিশেষ কিছু ঘোষণা করা হয়নি আনন্দীর ব্যাপারে। অন্যদিকে আবার জি বাংলার মিঠিঝোরা এবং মালাবদল সিরিয়ালও বন্ধ হওয়ার মুখে। মিঠিঝোরার জায়গায় রাত সাড়ে নটায় আসছে দুগ্গামণি ও বাঘ মামা। আর মালাবদলের জায়গায় কে আসবে সেটা জানা যায়নি এখনও।