৫০ সেকেন্ডে রোজগার করেন ৫ কোটি টাকা! ভারতের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী কে জানেন?

বর্তমানে ভারতের সবথেকে বেশি আয় করা অভিনেত্রী কে? নিশ্চয়ই দীপিকা, ঐশ্বর্য, প্রিয়াঙ্কা, আলিয়া, ক্যাটরিনা কিংবা দক্ষিণের অভিনেত্রী সামান্থা, রশ্মিকাদের নাম মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে? তবে না আপনি যাদের নাম ভাবছেন এদের মধ্যে কেউই ভারতের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী নন। এমন একজন অভিনেত্রী রয়েছেন যিনি সিনেমায় মাত্র ৫০ সেকেন্ডের আবির্ভাবের জন্য ৫ কোটি টাকা নেন। তিনি কে জানেন?

৫০ সেকেন্ডে ৫ কোটি টাকা আয় করেন এই অভিনেত্রী

যে অভিনেত্রীর কথা হচ্ছে তিনি কিন্তু আয়ের নিরিখে গুনে গুনে দশ গোল দিতে পারেন শুধু ভারতীয় নায়িকাদের নয়, শাহরুখ-সালমানদের মত সুপারস্টারদেরও। মাত্র ২০ বছরের কেরিয়ারে তিনি ৮০টি ছবিতে অভিনয় করেছেন। তাকে বলা হয় দক্ষিণের লেডি সুপারস্টার। ঠিকই ধরেছেন, তিনি আর কেউ নন নয়নতারা। এই দক্ষিণী অভিনেত্রী ক্যামেরার সামনে ৫০ সেকেন্ডের আবির্ভাবের জন্য ৫ কোটি টাকা নিয়ে চমকে দিয়েছেন তিনি।

Nayanthara

ভারতের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী নয়নতারা

তবে সিনেমাতে নয়, নয়নতারা এই টাকা পেয়েছেন একটি বিজ্ঞাপনের দরুন। টাটা স্কাইয়ের বিজ্ঞাপনে কাজ করে তিনি এত টাকা আয় করেন। বিজ্ঞাপনের জন্য আজ পর্যন্ত এত টাকা কোনও ভারতীয় অভিনেত্রী পাননি। নয়নতারা তাই সেক্ষেত্রে রীতিমতো রেকর্ড গড়লেন।

আরও পড়ুন : ৭০,০০০ কোটির ব্যবসা তার নামে! রামচরনের স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ঘুরিয়ে দেবে মাথা

Nayanthara

আরও পড়ুন : বিবাহিত হয়েও নয়নতারার সঙ্গে সহবাস! এই দক্ষিণী সুপারস্টারের কীর্তি শুনলে ছিঃ ছিঃ করবেন

নয়নতারার ফিল্মি কেরিয়ার

ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক করে চ্যাটার্ড একাউন্টেন্ট হতে চেয়েছিলেন নয়নতারা। অভিনয়ে আসবেন এমন ইচ্ছে তার ছিল না। হঠাৎ করেই ছবির অফার পান তিনি। তারপর তাকে আর ঘুরে তাকাতে হয়নি। বর্তমানে এক একটি ছবির জন্য ১০ কোটি টাকা নিয়ে থাকেন তিনি। রজনীকান্ত, শাহরুখ খান, জয়রাম, নাগার্জুনদের মত বড় বড় তারকাদের ছবির নায়িকা হয়েছিলেন তিনি। ২০১৮ সালে ফোর্বস ইন্ডিয়ান সেলিব্রিটি তালিকাতে উঠেছিল তার নাম।