মানুষ নয়, কুকুরের মত জীবন কাটাতে চান। এই ইচ্ছেকে বাস্তবায়িত করেও ফেলেছেন জাপানের এক ব্যক্তি। লক্ষ লক্ষ টাকা খরচ করে কিনে ফেলেছেন কুকুরের পোশাক। যখনই তার ইচ্ছে হয় ওই পোশাকের মধ্যে ঢুকে কুকুর সেজে নেন। কোথাও কারও দরকার পড়লে কুকুর হিসেবে সেখানে পৌঁছেও যান। এই কুকুর মানুষ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছেন। তার কাণ্ডকারখানা দেখে সকলের চোখ চড়ক গাছ হয়েছে।
জাপানের কুকুর মানুষ আসলে কে?
জাপানের এই ব্যক্তির নাম টোকো। এই নামেই তিনি সোশ্যাল মিডিয়ার মানুষের কাছে পরিচিত। কুকুরদের তিনি খুবই ভালোবাসেন। কুকুরের মতই বাঁচতে চেয়েছিলেন তিনি। তাই নিজেকে কুকুরের মত পরিবর্তন করতে ১১ লক্ষ টাকা দিয়ে বিশেষ এক ধরনের পোশাক বানিয়েছিলেন টোকো। যখন তিনি এই পোশাক পরেন, তখন বাইরে থেকে দেখে বোঝার উপায় থাকে না তিনি কুকুর নন, আসলে একটি মানুষ।
কুকুরের পোশাক পরে কুকুর সাজেন এই ব্যক্তি
টোকো যে পোশাকটি বানিয়েছেন তার ওজন ৪ কেজি। এর ভেতরে কুকুরের লেজটি আবার নড়াচড়া করে। এই পোশাক পড়ে রাস্তাঘাটে যাতায়াত খাওয়া-দাওয়া সবই করতে পারেন টোকো। তিনি যখন কুকুরের পোশাক পরে রাস্তায় হাঁটেন, তখন রাস্তার কুকুররাও তাকে দেখে চমকে যায়। এই অদ্ভুত শখের কারণে সোশ্যাল মিডিয়াতে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন ওই ব্যক্তি। এমনকি বেশ মোটা টাকা আয় করছেন তিনি।
আরও পড়ুন : ফুল অন সাসপেন্স, ধুন্ধুমার অ্যাকশন! ২০২৫ -এ মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই ৫ দক্ষিণী সিনেমা
আরও পড়ুন : চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন নার্গিস ফাকরি! কাকে বিয়ে করলেন অভিনেত্রী?
টোকো বেশ কিছুদিন আগে ইউটিউবে একটি চ্যানেল খোলেন। সেখানে তার ৭০ হাজার সাবস্ক্রাইবার আছে। ইউটিউব থেকে তার আয় তো হয়ই। সেই সঙ্গে কুকুরের পোশাকটি ভাড়া দিয়েও তিনি প্রচুর টাকা উপার্জন করেন। ১৮০ মিনিটের জন্য এই পোশাক ভাড়া করলে ২৬ হাজার ৫০০ টাকা দিতে হয়। ১২০ মিনিটের জন্য ভাড়া নিলে ১৯,৫০০ টাকা দিতে হয়। যেসব মানুষেরা জীবনে অন্তত একবার কুকুর, কিংবা নেকড়ে বা অন্য পশু হতে চেয়েছেন, তারা অনেকেই টোকোর কাছ থেকে তার কুকুরের পোশাক ভাড়া করেন। এই পোশাক ভাড়া দিয়েই এখন রাজার হালে কাটছে তার দিন।