ভাইবোনের ফুলশয্যা! বাংলা সিরিয়ালের গল্প দেখে ছিঃ ছিঃ করছেন দর্শকরা

রোহিত আর ফুলকি, বর্তমানে জি বাংলার অন্যতম সেরা জুটি। ফুলকি সিরিয়ালের নায়ক এবং নায়িকা সবে একে অপরের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে। নায়ক সবেমাত্র নায়িকার প্রতি প্রেম স্বীকার করেছে। অনেক বাধা বিপত্তির পর দুজনে আবার একসঙ্গে নতুন জীবনের স্বপ্ন দেখছে। কিন্তু এই নতুন জীবনে বদলেই গেল সম্পর্কের সমীকরণ। স্বামী-স্ত্রী হয়ে গেলে ভাই-বোন। ব্যাপার দেখে চক্ষু চড়কগাছ হল দর্শকদের।

ফুলকি সিরিয়ালের নতুন প্রোমো

কিছুদিন আগেই ফুলকি শালিনীর চক্রান্তে নিজের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিল। তবুও মনের জোরে সে বক্সিং চ্যাম্পিয়ন হয়েছে শালিনীকে হারিয়ে। তার সেই লড়াইতে সবসময় পাশে ছিল রোহিত। ফুলকি বরাবরই তার জীবনের লড়াইতে রোহিতকে পাশে পেয়েছে। ফুলকি তো রোহিতকে মন দিয়ে বসেছিল অনেকদিন আগেই। রোহিতও ধীরে ধীরে ভালোবেসে ফেলেছে ফুলকিকে। তবে প্রেম স্বীকারের মুহূর্তেই বাজ পড়লো ফুলকির জীবনে। প্রকাশ্যে এলো এক ভয়ংকর কঠিন সত্যি।

Phoolki

আরও পড়ুন : হু হু করে বাড়বে টিআরপি! মিত্তির বাড়িতে পা রাখছেন এই দুঁদে খলনায়িকা

ফুলকির শিবরাত্রি স্পেশাল এপিসোড

ধারাবাহিকের নতুন একটি প্রোমোতে দেখা যাচ্ছে লাবণ্য রোহিতের মাকে জানায় ২২ বছর আগে তার হারিয়ে যাওয়া মেয়েই আসলে ফুলকি। এ কথা শুনে রোহিতের মা চমকে ওঠেন। যদি এটা সত্যি হয় তাহলে ফুলকি এবং রোহিত ভাই বোন। ফুলকি আড়াল থেকে এই কথাগুলো শুনে ফেলে। সবেমাত্র সে তার চোখের জ্যোতি ফিরে পেয়েছে। কিন্তু এমন কথা শুনে সে মহাদেবের কাছে ছুটে যায়।

Phoolki

আরও পড়ুন : হয়ে গেল অন্তিম শুটিং! ২ বছরের মাথায় বন্ধের মুখে জি বাংলার এই জনপ্রিয় সিরিয়াল

শিবরাত্রির দিন মহাদেবের কাছে গিয়ে ফুলকি বলে সে ভালোবেসে স্বামীর চোখে যাকে দেখেছিল, তাকে দাদার চোখে দেখতে পারবে না। তাই সে মহাদেবের ত্রিশূল নিজের চোখে বিঁধিয়ে দিয়ে অন্ধ হতে চায় আবার। কিন্তু হঠাৎ কোনও এক দৈব শক্তি তাকে আটকায়। ফুলকি ভাবে মহাদেব নিশ্চয়ই তাকে কোনও ইঙ্গিত দিলেন। আর তারপরেই সে শপথ নেয় রোহিতের থেকে যে বা যারা তাকে আলাদা করার চেষ্টা করছে তাদের পর্দা ফাঁস করবেই। কী হবে আগামী দিনে? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।