‘ছাভা’র মতই গায়ে কাঁটা দেবে এই ৪ সিনেমা দেখলে, অবশ্যই রাখুন ওয়াচ লিস্টে

রোমান্স, কমেডি, ড্রামা থেকে সাসপেন্স, থ্রিলার, হরর, সব ধরনের দর্শকদের জন্য সব রকম কন্টেন্ট বানায় বলিউড। তবে ঐতিহাসিক ঘরানার সিনেমাগুলো মূলত সব ধরনের দর্শকদেরই বেশ পছন্দ হয়। বলিউডের ইতিহাসে এমন সিনেমার সংখ্যাটা কিছু কম নেই। এই বছরই মুক্তি পেয়েছে শিবাজী পুত্র সম্ভাজী মহারাজের জীবনী ‘ছাভা’ যা গোটা দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। আজ এই প্রতিবেদনে ছাভার মতই আরও বেশ কিছু সিনেমার নাম রইলো, যেখানে মুঘল সম্রাট এবং ভারতের ইতিহাস স্বচক্ষে দেখতে পাবেন। তালিকায় রয়েছে,

১. যোধা আকবর : এই সিনেমাতে প্রধানত মুঘল সম্রাট আকবর এবং তার স্ত্রী যোধাবাইয়ের প্রেম কাহিনী দেখানো হয়েছে। যোধা এবং আকবরের ভূমিকাতে অভিনয় করেন যথাক্রমে ঐশ্বর্য রাই এবং হৃত্বিক রোশন। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ৫৭ কোটি টাকার ব্যবসা করেছিল।

Padmaavat

২. পদ্মাবত : চিতোরের রানী পদ্মাবতী, আলাউদ্দিন খিলজীর সেই শিহরণ জাগানো ঐতিহাসিক কাহিনীকে ২০১৮ সালে সঞ্জয় লীলা বানসালি সিনেমা হিসেবে উপস্থাপন করেন। দীপিকা পাড়ুকোন, রণবীর সিং এবং শাহিদ কাপুর অভিনয় করেছিলেন এই সিনেমায়। এখানে খিলজীর চরিত্রে ভয় ধরানো অভিনয় করে তাক লাগিয়েছিলেন রণবীর।

৩. মুঘল ই আজম : ১৯৬০ এই সিনেমার নির্মাণ হয়েছিল। এখানে সেলিম এর ভূমিকায় দিলীপ কুমার এবং আনারকলির ভূমিকায় মধুবালা অভিনয় করেছিলেন। অন্যদিকে সম্রাট আকবরের ভূমিকায় অভিনয় করেন পৃথ্বীরাজ কাপুর। সিনেমাটি আজ এত বছর পেরিয়েও বেশ জনপ্রিয় দর্শকদের কাছে। এবং এই সিনেমার গানগুলিও অমর হয়ে রয়েছে।

আরও পড়ুন : ২০২৫ সালে মুক্তি পাবে কোন কোন বাংলা ও হিন্দি সিনেমা? দেখুন তালিকা

Hari Hara Veera Mallu

আরও পড়ুন : ফুল অন সাসপেন্স, ধুন্ধুমার অ্যাকশন! ২০২৫ -এ মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই ৫ দক্ষিণী সিনেমা

৪. হরিহর বীরা মাল্লু : ছাভা সিনেমার পর এবার মুক্তি পেতে চলেছে আরও একটি ঐতিহাসিক সিনেমা। এখানেও ঔরঙ্গজেবের চরিত্রটি থাকবে। এই ভূমিকাতে অভিনয় করবেন ববি দেওল। ২৮ শে মার্চ এই সিনেমাটির মুক্তি পাবে। ঔরঙ্গজেবের লুকে ববিকে দেখে এরই মধ্যে হাড়ে হিম ধরেছে দর্শকদের। সিনেমাতে ’ছাভা’র ঔরঙ্গজেব অক্ষয় খান্নাকে ববি যে কড়া টক্কর দেবেন সেটা প্রায় নিশ্চিত।