স্টার জলসার চিরসখা সিরিয়ালে আসছে নতুন মোড়। নতুন নায়িকার প্রবেশ ঘটবে এই সিরিয়ালের গল্পে। শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত টিআরপি তালিকাতে সেরকম ভালো ফলাফল করতে পারেনি এই সিরিয়াল। কাস্টিংয়ে দুর্দান্ত চমক থাকলেও টিআরপি পয়েন্ট বাড়াতে পারছে না চিরসখা। তাই এবার গল্পে নতুন নতুন চরিত্রের আবির্ভাব হচ্ছে। তারই মধ্যে এবার স্টার জলসার জনপ্রিয় খলনায়িকার আবির্ভাব হল এই সিরিয়ালের গল্পে।
চিরসখাতে পা রাখলেন রোশনি তন্বী ভট্টাচার্য
কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে খলনায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন রোশনি তন্বী ভট্টাচার্য। এর আগেও বহুবার কখনো প্রধান চরিত্রে কখনো পার্শ্ব চরিত্রে কিংবা খলনায়িকার চরিত্রে তাক লাগিয়েছেন তিনি তার অভিনয় দিয়ে। তাকে শেষবার সান বাংলার আকাশ কুসুম সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল। এবার রোশনি স্টার জলসা সিরিয়ালের হাত ধরে ফিরলেন।
চিরসখার মৌয়ের চরিত্রে রোশনি তন্বী ভট্টাচার্য
চিরসখা ধারাবাহিকের মিঠির চরিত্রের বোনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রোশনি। এখানে তার চরিত্রের নাম মৌ। যদিও এই সিরিয়ালে তার চরিত্রটি ইতিবাচক হতে চলেছে নাকি নেতিবাচক সেটা জানা যায়নি এখনো। তবে তার চরিত্রে আগমনে গল্প যে আরও জমজমাট হবে সেটা নিশ্চিত।
আরও পড়ুন : হয়ে গেল অন্তিম শুটিং! ২ বছরের মাথায় বন্ধের মুখে জি বাংলার এই জনপ্রিয় সিরিয়াল
আরও পড়ুন : হু হু করে বাড়বে টিআরপি! মিত্তির বাড়িতে পা রাখছেন এই দুঁদে খলনায়িকা
চিরসখা সিরিয়ালের কাস্টিং
স্টার জলসাতে লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন এই সিরিয়ালটিতে একটি অসমবয়সী প্রেম কাহিনী দেখানো হবে। গল্পের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায়। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, লাভলি মৈত্র, রেশমি সেন, চন্দন সেন, ঐশী ভট্টাচার্য, রাজন্যা মিত্র, দিগন্ত বাগচী, দীপান্বিতা হাজারি, মালবিকা সেন, রাজা গোস্বামী, শিঞ্জিনী চক্রবর্তীর। এই তালিকার নতুন নাম এখন থেকে রোশনিও।