ধীরে ধীরে বাড়ছে জি বাংলার মিত্তির বাড়ির টিআরপি। মিঠাইয়ের পর আদৃত রায় এই সিরিয়ালের হাত ধরে আবার ছোট পর্দায় ফিরেছেন। কিন্তু তার কামব্যাকে প্রথম প্রথম সেরকম সাড়া মিলছিল না। যেদিন থেকে স্টার জলসা শুভ বিবাহকে সরিয়ে সেই জায়গায় চিরসখা নামের নতুন সিরিয়াল এনেছে, সেদিন থেকেই মিত্তির বাড়ির টিআরপি বাড়তে শুরু করেছে। তবে এবার ধারাবাহিকে আসছে আরও বড় চমক। সিরিয়ালে এবার পা রাখবেন এই দুঁদে খলনায়িকা।
মিত্তির বাড়িতে পা রাখবেন এই অভিনেত্রী
খুব শীঘ্রই মিত্তির বাড়ির গল্পে বিরাট পরিবর্তন আসতে চলেছে। গল্পে পা রাখবেন নায়ক ধ্রুবর বাবা অর্থাৎ শংকর চক্রবর্তীর প্রাক্তন প্রেমিকা। আসছেন মধুরিমা চক্রবর্তী। বঁধুয়া, রাঙামতি তীরন্দাজ খ্যাত এই অভিনেত্রী এবার জি বাংলার সিরিয়ালে অভিনয় করবেন। অসুস্থতা কাটিয়ে আবার অভিনয়ে ফিরছেন মধুরিমা। নতুন এই কাজ নিয়ে তিনি খুবই উৎসাহী।
মিত্তির বাড়ির নতুন সদস্য মধুরিমা চক্রবর্তী
মিত্তির বাড়িতে প্রবেশ প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে মধুরিমা বলেছেন, “শঙ্করদার প্রেমিকা ঈশিকার চরিত্রে আমি অভিনয় করব এখানে। যদিও একটা ভুল বোঝাবুঝি হয়েছিল প্রথম। আমার কাছে প্রথম যখন প্রস্তাব আসে আমি ভেবেছিলাম আদৃতের প্রেমিকার চরিত্রে অভিনয় করতে হবে। কিন্তু এখানে এসে ভুল বোঝার পর ভেবেছিলাম চরিত্রটা ছেড়ে দেব। তবে ঈশিকার চরিত্রটা ভীষণ গ্ল্যামারাস।”
আরও পড়ুন : কেন অভিনয় ছেড়ে দিলেন ‘বয়েই গেল’ সিরিয়ালের নায়িকা? মুখ খুললেন বাসবদত্তা চ্যাটার্জী
View this post on Instagram
আরও পড়ুন : গায়িকা থেকে নায়িকা! গান ছেড়ে অভিনয়ে পা রাখছেন এই বাঙালি গায়িকা
মিত্তির বাড়িতে বর্তমানে অভিনয় করছেন অনুরাধা রায়, শংকর চক্রবর্তী, সোনালী চৌধুরী, দুলাল লাহিড়ী, আদৃত রায়, পারিজাত চৌধুরীর মত অভিনেতারা। এই ধারাবাহিকের কাস্টিংয়ে রয়েছে দুর্দান্ত চমক। এবার মধুরিমাও মিত্তির বাড়ির নতুন সদস্য হলেন। শারীরিক সমস্যার কারণে রাঙ্গামতি তীরন্দাজ মাঝপথে ছেড়ে দিতে হয়েছিল তাকে। বেশ কিছুদিন ভর্তি ছিলেন হাসপাতালে। এবার স্টার জলসা ছেড়ে জি বাংলার হাত ধরে আবার নতুনভাবে ফিরছেন মধুরিমা।