বিয়ের পিঁড়িতে বসবেন শীঘ্রই! ঘটা করে আইবুড়ো ভাত খেলেন বাংলা সিরিয়ালের নায়িকা

ফের খুশির খবর ভেসে এলো টলিউড থেকে। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কৃষ্ণকলি, মিঠাই, লক্ষ্মী কাকিমা সুপারস্টার খ্যাত অভিনেত্রী অনন্যা গুহ। সামনেই তার বাগদানের অনুষ্ঠান হবে। তার আগে হবু বরকে সঙ্গে নিয়ে ঘটা করে আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে সেই সুন্দর মুহূর্তের কিছু ছবি শেয়ার করেন অনন্যা। কমেন্ট বক্সে তার আসন্ন জীবনের জন্য শুভেচ্ছা দিচ্ছেন সকলে।

অনন্যা গুহের হবু বর কে?

অরণ্য গুহ বিয়ে করতে চলেছেন সুকান্ত কুন্ডুকে। তার সঙ্গে প্রায় তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন অনন্যা। প্রথম থেকেই তাদের প্রেমটা ছিল ওপেন সিক্রেট। খুব কম বয়সেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অনন্যা। আসলে সুকান্তকে যতটা তার পছন্দ তার থেকেও বেশি তার পরিবারের পছন্দ। তার হবু বর পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং সেই সঙ্গে ইউটিউবার হিসেবেও তার অনেক খ্যাতি আছে।

Ananya Guha and Sukanta Kundu`s Aiburovat Ceremony Potoes And Videos

আইবুড়ো ভাত খেলেন অনন্যা এবং সুকান্ত

সম্প্রতি একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন অনন্যা এবং সুকান্ত। সেখানে বিশাল বড় এক টেবিলে একাধিক থালায় সাজানো ছিল বিভিন্ন বাঙালি খাবার। তার সামনে বসেছিলেন সুকান্ত এবং অনন্যা। অনন্যার পরনে ছিল সবুজ রঙের শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ, মাথায় টোপর আর গলায় মালা। আর অনন্যার সঙ্গে রং মিলিয়ে সবুজ রঙের পাঞ্জাবি পরেন সুকান্ত। তার মাথাতেও টোপর এবং গলায় মালা ছিল।

আরও পড়ুন : কপাল পুড়লো জনপ্রিয় মেগার! কবে কোন স্লটে আসছে ‘দুগ্গামণি ও বাঘমামা’?

Ananya Guha and Sukanta Kundu`s Aiburovat Ceremony Potoes And Videos

আরও পড়ুন : হয়ে গেল অন্তিম শুটিং! ২ বছরের মাথায় বন্ধের মুখে জি বাংলার এই জনপ্রিয় সিরিয়াল

অনন্যা গুহ এবং সুকান্ত কুন্ডুর আইবুড়ো ভাত

এদিন অনন্যা এবং সুকান্তকে উলু ধ্বনি দিয়ে বরণ করেন পরিবারের লোকেরা। শাঁখ বাজান হোটেলের একজন কর্মী। যখন এই অনুষ্ঠান চলছিল তখন রেস্তোরাতে পুরনো দিনের উত্তম-সুচিত্রার গান বাজছিল। আলাদাই এক পরিবেশ তৈরি হয়েছিল। মেনুতে ছিল ঝুরি আলু ভাজা, ভাত, পোলাও, ফিস ফ্রাই, কড়াইশুঁটির কচুরি, ডাল, চিংড়ি, পাবদা, মটন, ইলিশ মাছ আরও কত কি। সামনেই তাদের এনগেজমেন্ট হবে। কলকাতার একটি বড় হোটেলে সেই আয়োজন করেছেন দুজনে।