বলিউড হোক বা টলিউড, সিনেমার আর সিরিয়ালের অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে অনেকেরই ভালো গান গাওয়ার গুণ আছে। আবার বেশ কিছু সংগীত শিল্পীকে অভিনয় করতেও দেখেছি আমরা। এবার গানের দুনিয়ার আরও এক অভিনয়ে পা রাখতে চলেছেন। তিনি হলেন অন্বেষা দত্ত গুপ্ত। সারেগামাপা খ্যাত অন্বেষা তার গানের মাধ্যমে বহু মানুষের মন জয় করেছেন। এবার তিনি পা রাখলেন সিনেমাতে।
অন্বেষা দত্ত গুপ্তর সিনেমা হামসাজ
বলিউড থেকে টলিউড, ২ ইন্ডাস্ট্রিতেই গানের জগতে চুটিয়ে কাজ করছেন অন্বেষা। সম্প্রতি তিনি সিনেমাতে পা রাখলেন। তার এই নতুন ছবির নাম হামসাজ। এখানে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র করতে দেখা যাবে। গায়িকা জানিয়েছেন গানের প্রতি তার ভালোবাসা অনেক আগে থেকেই ছিল। আবার অভিনয়তেও তিনি বেশ আগ্রহী। যদিও নেট নাগরিকরা অবশ্য তার অভিনয়ে পা রাখা নিয়ে অনেক সমালোচনা করছেন।
কী বলছেন নেট নাগরিকরা?
নেটিজেনদের বক্তব্য যার যে ফিল্ড, তার তাতেই থাকা উচিত। যেমন অন্বেষা গানের জগতের মানুষ। তার সিনেমায় আসা উচিত নয়। কেউ লিখছেন, “গাইতে এসেছিলেন, এখন নায়িকা হচ্ছেন!” কেউ লিখছেন, ‘‘গায়কেরা গানেই থাকুন, সিনেমায় ঢোকার দরকার নেই।” অনেকে আবার অন্বেষার অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন। তবে কোনও সমালোচনাকেই পাত্তা দিতে নারাজ অন্বেষা। তার এই নতুন কাজ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।
আরও পড়ুন : ছাভা তো ট্রেলার ছিল! সামনেই মুক্তি পাবে ভিকি কৌশলের একাধিক ধামাকাদার সিনেমা
View this post on Instagram
আরও পড়ুন : প্রথম বিয়ে লুকিয়ে আবার বিয়ে! উদিত নারায়ণের বিরুদ্ধে মামলা করলেন স্ত্রী রঞ্জনা
কবে কোথায় মুক্তি পাবে অন্বেষা দত্তগুপ্তের সিনেমা?
‘‘সোশ্যাল মিডিয়ায় কে কী বলল, তা দেখে বোঝা যায় না মানুষের আসল প্রতিক্রিয়া। শো করতে গেলে হাজার হাজার মানুষের সামনে বোঝা যায় গানটা বা সিনেমাটা নিয়ে আসল অনুভূতি কেমন। আমি খুব পজিটিভ ভাইব পেয়েছি।’’ তিনি বলেন, ‘‘আমি ব্যক্তিগত জীবনে খুবই লাজুক। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে একটু ভয়ও ছিল। কিন্তু সবাই বলছেন, আমি ক্যামেরা ফ্রেন্ডলি!’’ তিনি জানিয়েছেন তার এই নতুন সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। তবে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলেও গানের সঙ্গে তার সম্পর্ক কিন্তু ছিন্ন হবে না এমনটাই তিনি জানিয়েছেন।