সব সিনেমাই ব্লকবাস্টার! ‘ছাভা’ পরিচালকের এই সিনেমাগুলো না দেখলে চরম মিস

ভিকি কৌশল এবং রশ্মিকা মান্দানার ছাভা সিনেমাটি এই মুহূর্তে ২০২৫ সালের সবথেকে বড় হিট সিনেমা। দিনে দিনে বাড়ছে এর আয়। ছবিটিতে অভিনয়ের জন্য যেমন প্রশংসা পাচ্ছেন ভিকি, রশ্মিকা এবং অন্যান্যরা, ঠিক তেমনই এই সিনেমা হিট হওয়ার পেছনে যার অবদান সব থেকে বেশি, তার কথা না বললেই নয়। তিনি হলেন লক্ষণ উতেকর। এই সিনেমার পরিচালক। যেন বলিউডের পরশপাথর তিনি। যে সিনেমাতেই হাত দেন, সোনা ফলিয়ে দেন।

লক্ষণ উতেকরের বলিউড কেরিয়ার

পরিচালক হিসেবে বলিউডকে হাতে গুনে মাত্র ৪ টি সিনেমা দিয়েছেন লক্ষণ। তার বানানো একটিও সিনেমা ফ্লপ করেনি। এছাড়াও আরও অসংখ্য সিনেমাতে রয়েছে তার হাতের ছোঁয়া। লক্ষণ উতেকর দীর্ঘদিন সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন। ১৬ বছর আগে অক্ষয় কুমার এবং সঞ্জয় দত্তের ‘ব্লু’ সিনেমা দিয়ে শুরু হয়েছিল তার কেরিয়ার। এরপর শ্রীদেবীর ইংলিশ ভিংলিশ, আলিয়া ভাট এবং শাহরুখ খানের ডিয়ার জিন্দেগি, ইরফান খানের হিন্দি মিডিয়ামের মত বড় বড় সিনেমার সিনেমাটোগ্রাফি তিনি করেছেন।

Chhaava Director Laxman Utekar`s Other Movies

লক্ষণ উতেকরের পরিচালিত সিনেমা

২০১৯ সালে পরিচালক হিসেবে প্রথমবার অভিষেক হয় লক্ষণের। ওই বছর তিনি কার্তিক আরিয়ান এবং কৃতি শ্যাননের সঙ্গে ‘লুকাছুপি’ নামের একটি কমেডি ড্রামা বানান। এই সিনেমাটি হয়েছিল হিট। তারপর কৃতি শ্যাননকে নিয়ে তিনি বানিয়ে ফেলেন ‘মিমি’ এই সিনেমাটিতে পংকজ ত্রিপাঠিও ছিলেন। তারপর ভিকি কৌশল এবং সারা আলি খানকে নিয়ে তিনি বানান ‘যারা হাটকে যারা বাচকে’।‌ মহাবীর শিবাজী মহারাজের ছেলে সম্ভাজী মহারাজের উপর বানানো তার চতুর্থ সিনেমা ‘ছাভা’ মুক্তি পেল এই বছর।

আরও পড়ুন : ‘ছাবা’র অভিনেতারা কে কত টাকা পেলেন? কার পারিশ্রমিক সবথেকে বেশি?

 

View this post on Instagram

 

A post shared by Maddock Films (@maddockfilms)

আরও পড়ুন : ছাভা তো ট্রেলার ছিল! সামনেই মুক্তি পাবে ভিকি কৌশলের একাধিক ধামাকাদার সিনেমা

ছাভা সিনেমার বক্স অফিস কালেকশন কত?

ছাভা মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই ৩৩৮ কোটি টাকা উপার্জন করে ফেলেছে। সিনেমাটি বানাতে খরচ হয়েছিল ১৩০ কোটি টাকা। যে হারে ছাভা দাপিয়ে বেড়াচ্ছে গোটা দেশজুড়ে তাতে মুক্তির দশ দিনে ৪০০ কোটির গন্ডি পেরিয়ে যাওয়া এমন কোনও ব্যাপার নয়। এই সিনেমা শুধু লক্ষণ উতেকরের নয়, ভিকি কৌশলের কেরিয়ারেও একটা মাইলস্টোন হয়ে থাকবে।