বেঙ্গল টপার নয়, তবুও পেল ২২ টি পুরস্কার! রেকর্ড গড়লো স্টার জলসার সিরিয়াল

জি বাংলার সোনার সংসারের মতই স্টার জলসার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিকে নজর রেখেছেন দর্শকরা। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড সম্প্রচারের আগেই ফলাফল চলে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে তাক লাগালো স্টার জলসার অন্যতম একটি জনপ্রিয় সিরিয়ালের ফলাফল। একটি নয় দুটি নয়, একেবারে বাইশটি পুরস্কার নিজেদের ঝুলিতে পুরে ফেলেছে এই সিরিয়াল। বাংলা সিরিয়ালের ইতিহাসে এটা একটা রেকর্ড।

কোন সিরিয়াল পেল ২২টি পুরস্কার?

স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের সম্ভাব্য বিজয়ী তালিকা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। তবে সবাইকে টপকে সব থেকে বেশি পুরস্কার নিজের ঝুলিতে পুরে ফেলেছে কথা। টিআরপি তালিকাতে এই সিরিয়াল বরাবরই দুর্দান্ত ফলাফল করে। বেশ কয়েকবার টপারও হয়েছে। যদিও এখন পরিণীতা, ফুলকি, গীতা এলএলবির চাপে কথা বেঙ্গল টপার হতে পারে না ঠিকই, কিন্তু শুধু স্টার জলসার বিচারে বেশ ভালো জায়গাতে রয়েছে এই সিরিয়াল।

KATHA

কোন কোন পুরস্কার পেল কথা?

স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মোট ২২ টি পুরস্কার পেয়েছে কথার টিম। এরমধ্যে সিরিয়ালের নায়ক অগ্নি ওরফে সাহেব ভট্টাচার্যকে একাই ছয়টি পুরস্কার দেওয়া হয়েছে। প্রিয় বর-বউ হয়েছে এভি-কথা, প্রিয় জুটিও তারা। প্রিয় পরিবার হিসেবে পুরস্কার পেয়েছে কথার পরিবার। আবার সেরা ভিলেন পুরস্কার পেয়েছেন এই সিরিয়ালের খল নায়িকা অর্পিতা মুখার্জী। সোশ্যাল মিডিয়াতে সুস্মিতা এবং সাহেব সব পুরস্কারের ছবি শেয়ার করেন।

আরও পড়ুন : তলানিতে টিআরপি! ৮ মাসেই বন্ধের মুখের স্টার জলসার জনপ্রিয় এই সিরিয়াল

আরও পড়ুন : কেন অভিনয় ছেড়ে দিলেন ‘বয়েই গেল’ সিরিয়ালের নায়িকা? মুখ খুললেন বাসবদত্তা চ্যাটার্জী

সোশ্যাল মিডিয়াতে এই সুখবর শেয়ার করেছেন ধারাবাহিকের কলাকুশলীরা। একসঙ্গে ২২টি পুরস্কার জিতে নেওয়ার রেকর্ড আর কোনও সিরিয়ালের কাছে নেই। যদিও সোশ্যাল মিডিয়াতে এসব দেখে নেট নাগরিকরা বলছেন এতগুলো ক্যাটাগরি বাড়িয়ে শো খারাপ করার দরকার ছিল না। এতগুলো পুরস্কার দেওয়ার কোনও মানেই নেই বলছেন নেট নাগরিকদের একাংশ।