ছাপরিদের উৎসব হোলি! শ্রীকৃষ্ণের দোল উৎসবকে ছোট করে চরম অপমান করলেন ফারহা খান

‘ছাপরি’ লোকেদের প্রিয় উৎসব হোলি! ভগবান শ্রীকৃষ্ণের দোল উৎসবকে ব্যঙ্গ করে হিন্দু ধর্মকে ছোট করলেন ফারাহ খান। রণবীর আল্লাহবাদিয়ার বাবা-মায়ের সঙ্গম নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এমনিতেই উত্তাল গোটা দেশ। তারই মধ্যে এবার হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে বসলেন ফারহা। বলিউডের এই প্রখ্যাত পরিচালক তথা কোরিওগ্রাফারের এমন আপত্তিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফুঁসে উঠেছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

ঠিক কী বলেছেন ফারহা?

সেলিব্রেটি মাস্টার শেফের একটি এপিসোডে হোলি উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন ফারহা। তাকে বলতে শোনা যায় হোলি ছাপরিদের প্রিয় উৎসব। নেটিজেনদের অভিযোগ, যারা হোলি খেলেন, তাদের সরাসরি ‘ছাপরি’ বলে ছোট করার চেষ্টা করেছেন তিনি। ফারহার এই মন্তব্য সোশ্যাল মিডিয়াতে আসতেই রীতিমত প্রতিবাদ জানাতে শুরু করেছেন নেট নাগরিকরা। এরই মধ্যে ফারহার বিরুদ্ধে আদালতে মামলাও দায়ের হয়েছে।

Farha Khan

কে কী‌ বলছেন?

নেট নাগরিকদের মধ্যে কেউ বলছেন, “ফারহা খান কি ঈদ নিয়ে কখনো এমন মন্তব্য করবেন? হিন্দু উৎসবকে অপমান করা যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।” কেউ লিখছেন, “মুখ খুললেই বিতর্ক। হোলি বিশ্ব ব্যাপী উদযাপিত হয় পর্যটকদের আকর্ষণ করে। অথচ উনি সেটাকে নিচু চোখে দেখাচ্ছেন।” কেউ লিখছেন, “সময় রায়না আর রণবীর আল্লাহুবাদিয়ার দলে নাম লেখানোর শখ হয়েছে বোধহয় ফারহার।” তো কারও মন্তব্য, “হোলি শুধু একটা উৎসব নয়। এটা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার সঙ্গে যুক্ত। ভারতীয় হয়ে ভারতীয় সংস্কৃতির প্রতি এত অবজ্ঞা লজ্জাজনক।”

আরও পড়ুন : দেশজুড়ে নিন্দার ঝড়! চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন সময় রায়না

Will Farah ‘Khan’ say something like this for Eid?
byu/minsin3 inIndianTellyTalk

আরও পড়ুন : মা-বাবার শারীরিক সম্পর্ক নিয়ে অশ্লীল মন্তব্য! ইউটিউবারের বিরুদ্ধে ফুঁসছে সোশ্যাল মিডিয়া

যদিও আবার কেউ কেউ ফারহাকে সমর্থনও করেছেন। তারা বলছেন‌ ফারহা আসলে হোলির বিরুদ্ধে কিছু বলেননি। তিনি বলেছেন সেই সব মানুষদের নিয়ে যারা এই উৎসবের সুযোগ নিয়ে মহিলাদের অসম্মান করেন। যদিও এতে বিতর্ক থামছে না এখানে। ফারহা খানের মত একজন প্রখ্যাত পরিচালক এবং কোরিওগ্রাফার হোলি নিয়ে এমন অপমানজনক মন্তব্য করলেন কীভাবে? তিনি মুসলমান হয়ে কী কখনও তাদের উৎসব ঈদ নিয়ে এরকম মন্তব্য করবেন? উঠছে প্রশ্ন। তাই তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছে হিন্দু সংগঠনগুলি।