কাজ দেয় না টলিউড! চরম আক্ষেপে ভুগছেন সাবিত্রী চট্টোপাধ্যায়

টলিউডের স্বর্ণযুগের শিল্পী তিনি। উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন। টলিউডে উত্তম-সুচিত্রা দুটির পর হিট হয়েছিল সাবিত্রী এবং উত্তমের জুটি। আজ এই ৮৮ বছর বয়সেও ক্যামেরার সামনে সাবিত্রী দাপুটে অভিনেত্রী। অথচ তার মতো শিল্পীকেও নাকি কাজ দিচ্ছে না টলিউড। স্বর্ণযুগের প্রথম সারির নায়িকার হঠাৎ এই আক্ষেপ হলো কেন? কেনই বা তাকে কাজ দিচ্ছে না কেউ? কারণটা খুবই মর্মান্তিক।

কেন সিনেমাতে চান্স পাচ্ছেন না সাবিত্রী চট্টোপাধ্যায়?

বর্তমানে সাবিত্রী চট্টোপাধ্যায়কে সিনেমার থেকে বেশি সিরিয়ালেই অভিনয় করতে দেখা যায়। বয়সটা তার কাছে যেন একটা সংখ্যা মাত্র। এই বয়সেও সাবিত্রীর সিনেমা করার ইচ্ছে প্রবল। কিন্তু কেউ তাকে নেওয়ার সাহস করছেন না তার বয়স দেখেই। অনেকে জানেন সাবিত্রী হয়তো মারা গিয়েছেন। আর যারা সাবিত্রীর বেঁচে থাকার খবর জানেন তারা নিচ্ছেন না এই ভেবে যদি শুটিং চলাকালীন কিছু একটা হয়ে যায় সাবিত্রির। তাহলে কাজটা শেষ হবে না।

Sabitri Chatterjee

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘‘আমাকে কেউ নেয় না। ভাবে, যদি হুট করে মরে যাই, ছবির কাজটা শেষ হবে না। এটাই সকলের ভয়। সেটা থাকাও অমূলক নয়। হতেই তো পারে।’’ অভিনেত্রী আরও বলেছেন, ‘‘হয়তো অনেকের কাছে আমি মারা গিয়েছি। আমার মৃত্যু নিয়ে ভুয়ো খবরও ছড়িয়েছে। এই বয়সে মানুষ কেবল মৃত্যুর জন্যই অপেক্ষা করতে পারেন। এখন তো আর কেউ বলবে না, দীর্ঘজীবী হও। সেই দীর্ঘজীবন আমি কাটিয়ে এসেছি।’’

আরও পড়ুন : বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছেন বারবার! উত্তমকুমার ছাড়াও আর কে কে এসেছেন সাবিত্রীর জীবনে?

Sabitri Chatterjee

আরও পড়ুন : মনে-প্রাণে ‘স্বামী’ বলে মানেন আজও! উত্তম কুমার নন, সাবিত্রী চ্যাটার্জীর আসল স্বামী কে?

সাবিত্রী চট্টোপাধ্যায়কে ২০২৩ সালে দেবের ‌প্রধান সিনেমাতে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল। আর ওই বছরই শেষবার তাকে বালিঝড় সিরিয়ালে দেখা গিয়েছিল। এখন সিরিয়াল কিংবা সিনেমা কোথাও সুযোগ পাচ্ছেন না সাবিত্রী। শেষ বয়সে এসে টলিউডের প্রতি চরম আক্ষেপ এবং অভিমান জন্মেছে অভিনেত্রীর মনে।