সদ্য মুক্তি প্রাপ্ত বলিউড সিনেমা ‘ছাবা’তে অক্ষয় খান্নাকে ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করতে দেখে স্তম্ভিত দর্শকরা। এবছর বলিউডের সবথেকে বড় ওপেনিং সিনেমা এটি। অক্ষয় খান্না বহু সিনেমাতে অভিনয় করেছেন বটে তবে ছাবার ওরঙ্গজেব চরিত্রটি আলাদাই দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। অক্ষয় খান্না বলিউডের এমন একজন অভিনেতা যার মধ্যে অনেক প্রতিভা ছিল। কিন্তু এক কঠিন শারীরিক সমস্যা তাকে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে অনেক কঠিন পরিস্থিতিতে ফেলেছে।
কোন রোগে আক্রান্ত অক্ষয় খান্না?
বিনোদ খান্নার ছেলে হয়ে অক্ষয় খান্না বাবার মান রেখেছেন। স্টারকিড হলেও তার মধ্যে যোগ্যতা ছিল। বিভিন্ন সিনেমাতে তার অভিনয় দেখে দর্শকরা প্রশংসা করেছেন। কিন্তু মাত্র খুব বেশি সিনেমা করতে তাকে দেখা যায়নি। খুবই বেছে বেছে অভিনয় করেন অক্ষয়। তথাকথিত সিনেমার নায়ক তিনি হয়ে উঠতে পারেননি। বলা যেতে পারে তার সেই শারীরিক সমস্যাই তার জীবনের বাঁধা হয়েছে বারবার। সম্প্রতি নিজের মনের দুঃখ শেয়ার করলেন অভিনেতা।
ছাবা সিনেমার প্রচারে গিয়ে সম্প্রতি অক্ষয় জানিয়েছেন মাত্র ১৯ বছর বয়সে চুল ঝরে যাওয়ার সমস্যা দেখা দেয় তার মাথায়। একজন অভিনেতা হয়ে এটা ছিল খুবই কষ্টের এবং মানসিক যন্ত্রণার। চুল ঝরে যাওয়ার সমস্যা একজন সাধারণ মানুষকে যতটা নাড়া দেয়, একজন অভিনেতার জীবনে তার থেকে অনেক বেশি প্রভাব ফেলে। দিনে দিনে তার মাথার চুল ঝরার সমস্যা বেড়েছে। অনেক ছোট বয়সেই তার মাথায় টাক পড়ে যায়। এতে তিনি মানসিকভাবে খুবই কষ্ট পেতেন।
আরও পড়ুন : ৯ বছর পর দুর্ধর্ষ কামব্যাক সনম তেরি কসমের, কত আয় করল?
আরও পড়ুন : ‘ছাবা’র অভিনেতারা কে কত টাকা পেলেন? কার পারিশ্রমিক সবথেকে বেশি?
অক্ষয় খান্না বলেছেন এই ধরনের সমস্যাগুলো ভেতর থেকে মানসিকভাবে শেষ করে দেয়। ঠিক যেমন একজন ক্রিকেটার বা ফুটবলারের যদি হাঁটুর অস্ত্রপ্রচার হয়, তাহলে যেমন তাদের কেরিয়ার এক দুই বছরের মধ্যেই শেষ হয়ে যেতে পারে, ঠিক তেমনি। এই কারণে বহু সিনেমা থেকেও বাদ পড়েছেন অভিনেতা। নিজেকে গুটিয়ে রাখতে শুরু করেন তিনি। এখনো এই যন্ত্রণা তাকে মনে মনে কষ্ট দেয়।