কবে কোন স্লটে আসছে পরশুরাম? প্রকাশ্যে এলো সম্প্রচারের দিনক্ষণ

স্টার জলসায় আসছে আরও একটি নতুন সিরিয়াল, যার নাম ‘পরশুরাম আজকের নায়ক’। ব্লুজ প্রোডাকশনের এই সিরিয়ালে মুখ্য ভূমিকায় থাকছেন তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু। কিছুদিন আগেই সিরিয়ালটির প্রোমো মুক্তি পেয়েছিল, যা দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সিনেমার মতো ধামাকা প্রোমো এবং অনন্য গল্পের জন্য ইতিমধ্যেই দর্শকদের প্রত্যাশা বেড়েছে। এবার প্রকাশ্যে এল সিরিয়ালটির টাইম টেবিল। কবে, কোন স্লটে আসছে ‘পরশুরাম আজকের নায়ক’? জানুন সব বিস্তারিত।

‘পরশুরাম আজকের নায়ক’ গল্পের হাইলাইটস

‘পরশুরাম আজকের নায়ক’ সিরিয়ালের গল্পটি সাধারণ বাঙালি সিরিয়ালের চেয়ে একদম আলাদা। গল্পের প্রধান চরিত্র পরশুরাম (ইন্দ্রজিৎ বসু) একজন ছাপোষা বাঙালি পরিবার মানুষ। বাড়িতে স্ত্রী (তৃণা সাহা) এবং দুই ছেলেমেয়ে নিয়ে তার জীবন। কিন্তু এই ছাপোষা চরিত্রের আড়ালে লুকিয়ে আছে এক টুইস্ট! পরশুরাম আসলে একজন আন্ডার কভার এজেন্ট। শার্ট-লুঙ্গি পরা, পায়ে হাওয়াই চপ্পল, হাতে মাছের থলি নিয়ে বাজারে দরদাম করতে দেখা যায় তাকে। কিন্তু তার আসল লক্ষ্য হলো চোরাচালানকারীদের উপর নজর রাখা।

 Parashuram Ajker Nayok

পরশুরামের এই দ্বৈত সত্তা সিরিয়ালের গল্পকে করে তুলেছে রোমাঞ্চকর। তার স্ত্রীও জানে না যে তার স্বামী আসলে কী কাজ করে। সমাজের চোখে সে একজন সাধারণ মানুষ, কিন্তু গোপনে সে একজন মারকাটারি এজেন্ট। সিরিয়ালে দেখা যাবে পরশুরামের অ্যাকশন-প্যাকড মুহূর্ত, যেখানে সে চোরাচালানকারীদের বিরুদ্ধে লড়াই করে।

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের সেরা জুটি কোনটা? প্রকাশ্যে স্টার জলসা অ্যাওয়ার্ডের পুরস্কার প্রাপকদের তালিকা

Uraan

আরও পড়ুন : একটানা বেঙ্গল টপার! জি বাংলার ‘পরিণীতা’ সিরিয়ালের এই সাফল্যের রহস্য কী?

কবে কোন স্লটে আসছে পরশুরাম?

স্টার জলসা সম্প্রতি এই সিরিয়ালের টাইম স্লট ঘোষণা করল। প্রথম থেকেই শোনা যাচ্ছিল হয় অনুরাগের ছোঁয়া আর নয়তো উড়ান সিরিয়ালের জায়গা নেবে এই সিরিয়াল। অবশেষে পূজারিণী এবং মহারাজের জায়গা ছিনিয়ে নিল নতুন এই সিরিয়াল। আগামী ১০ই মার্চ থেকে প্রতিদিন রাত আটটার সময় স্টার জলসায় দেখবেন পরশুরাম। তবে উড়ানের যাত্রা এখানেই শেষ হবে নাকি অনুরাগের ছোঁয়া বন্ধ হয়ে সেই জায়গায় নতুন স্লট পাবে, সেটাই দেখার।

সিরিয়ালটির প্রোমো মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। গল্পের টুইস্ট, মারকাটারি অ্যাকশন এবং ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহার জুটি দর্শকদের মনে নতুন আশা জাগিয়েছে। অনেকেই বলছেন, এই সিরিয়াল বাংলা টেলিভিশনে নতুন মাত্রা যোগ করতে পারে। ‘পরশুরাম আজকের নায়ক’ সিরিয়ালটি বাংলা টেলিভিশনে নতুন এক ধারার সূচনা করতে চলেছে। গল্পের টুইস্ট, অ্যাকশন এবং চরিত্রের দ্বৈত সত্তা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। আগামী ১০ই মার্চ থেকে প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় লক করুন ‘পরশুরাম আজকের নায়ক’।