অবশেষে দর্শকদের প্রতীক্ষার হলো অবসান। জি বাংলা শেয়ার করলো ‘দুগ্গামণি ও বাঘমামা’ সিরিয়ালের সম্প্রচারের দিনক্ষণ। অভিনেত্রী মানালি দের এই নতুন সিরিয়ালের প্রোমো দেখে যথেষ্ট প্রশংসা করেছিলেন দর্শকরা। সিরিয়ালটিকে নিয়ে তাদের আগ্রহ ছিল তুঙ্গে। দর্শকরা চাইছিলেন শীঘ্রই এই সিরিয়ালের সম্প্রচার শুরু হোক। তাই আর দেরি করলো না চ্যানেল। প্রকাশ্যে চলে এল ‘দুগ্গামণি ও বাঘমামা’ সিরিয়ালের সম্প্রচারের দিন এবং সময়। কোন সিরিয়ালের জায়গা নিল এই নতুন সিরিয়াল?
আসছে ‘দুগ্গামণি ও বাঘমামা’
অনেকটা স্টার জলসার মা সিরিয়ালের ধাঁচে জি বাংলাতে আসছে এই নতুন সিরিয়াল। যেখানে ছোট্ট একটি মেয়ে তার মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায়। বেড়ে ওঠে অনাথ আশ্রমে। তাকে বিক্রি করে দিতে চায় অনাথ আশ্রমের মানুষেরা। কিন্তু সে পালিয়ে আসে। পালিয়ে দুগ্গামণি যে বাড়িতে এসে ওঠে সেটা আসলে তারই বাড়ি। সেখানে দুর্গা ঠাকুরকে চক্ষুদান করে সে। আর তারপরেই তার তৃতীয় চক্ষু খুলে যায়।
‘দুগ্গামণি ও বাঘমামা’ সিরিয়ালের প্রোমো
এরপর দেখা যায় দুগ্গামণি প্রত্যেকের মনের কথা বুঝতে পারছে। বাড়িতেকে ঠাকুরের গয়না চুরি করতে চায়, তারা তাকে মায়ের কাছে নিয়ে যাওয়ার নাম করে বিক্রি করে দিতে চাইছে, এসবই সে বুঝতে পারে। তারপর সে মানালির সামনে এসে দাঁড়ায়, বলে দেয় মানালি তার মেয়েকে হারিয়েছে। এখানে ছোট্ট মেয়েটির ভূমিকায় অভিনয় করেছে ‘কে প্রথম কাছে এসেছি’ সিরিয়ালের শিশু অভিনেত্রী রাধিকা কর্মকার।
আরও পড়ুন : রাতারাতি সিরিয়াল ছাড়লেন দুই শালিকের নায়িকা! যমজ চরিত্রে অভিনয় করবেন কে?
আরও পড়ুন : একটানা বেঙ্গল টপার! জি বাংলার ‘পরিণীতা’ সিরিয়ালের এই সাফল্যের রহস্য কী?
কবে কোন স্লটে আসছে ‘দুগ্গামণি ও বাঘমামা’?
আগামী ৩ রা মার্চ থেকে রাত সাড়ে নটার সময় সম্প্রচারিত হবে ‘দুগ্গামণি ও বাঘমামা’। এই সিরিয়ালটি মিঠিঝোরা সিরিয়ালের জায়গাতে আসছে। এই সিরিয়ালটি বর্তমানে শেষের পথে। হঠাৎ করেই রাই এবং অনির্বাণের মিল হয়ে যায়। স্রোত ডাক্তার হয়ে যায়। এখন শুধু স্রোত এবং সার্থকের মিলন হওয়া এবং নিলুর শুধরে যাওয়ার পর্ব বাকি। সেটা আগামী দুই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে বলে অনুমান করছেন দর্শকরা।