ছবি দেখতে বসে শুধুই বিজ্ঞাপন দেখানো! মাল্টিপ্লেক্সের বিরুদ্ধে মামলা ঠুকে ৬৫ হাজার টাকার ক্ষতিপুরণ পেলেন যুবক। টাকা খরচ করে সিনেমা দেখতে গিয়ে শুধু বিজ্ঞাপন দেখে বাড়ি আসতে হয়েছিল কর্নাটকের বেঙ্গালুরুর বাসিন্দা এমআর অভিষেককে। বিজ্ঞাপনের জ্বালায় অতিষ্ঠ হয়ে তিনি মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। তখন তাকে নিয়ে অনেকে হাসাহাসি করলেও আদালত কিন্তু তার পক্ষেই রায় দিল।
কী ঘটেছিল?
ঘটনাটি ঘটেছিল দুই বছর আগে। PVR INOX কর্তৃপক্ষ এবং অনলাইন শো বুকিং সাইট বুক মাই শোয়ের বিরুদ্ধে মামলা করেন এম আর অভিষেক নামের এক যুবক। ২০২৩ সালে স্যামবাহাদুর সিনেমা দেখতে গিয়ে তার ২৫ মিনিট সময় নষ্ট হয় শুধু বিজ্ঞাপন দেখানোর কারণে। শো শুরু হওয়ার কথা ছিল ৪.০৫ মিনিটে। শেষ হত সাড়ে ছটায়। সেই জায়গায় ২৫ মিনিট ধরে বিভিন্ন বিজ্ঞাপন দেখিয়ে সময় নষ্ট করা হয়। ছবি শেষ হতেও সময় লাগে বেশি।
এদিনের এই ঘটনার ফলে ওই অভিষেকের অনেক কাজ পন্ড হয়। তাই তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। তার দাবি ছিল ২৫ মিনিট ধরে বিজ্ঞাপন দেখিয়ে তার সময় নষ্ট করা হয়েছে। তিনি অনেক মানসিক যন্ত্রণা সহ্য করেছেন। ঐদিন তার আরও অনেক কাজ ছিল। সিনেমা দেখতে গিয়ে কিছুই করা হয়নি। সিনেমা হল থেকে বেরোতেই দেরি হয়েছিল, তাই তার অনেক ক্ষতি হয়ে যায় ঐদিন। সেই ক্ষতি টাকা দিয়েও পূরণ করা সম্ভব নয়, বলেন অভিষেক।
আরও পড়ুন : সময়-রণবীরের সঙ্গে বিতর্কে রেবেল কিডও! বড়সড় মাশুল দিতে হল অপূর্বা মুখিজাকে
আরও পড়ুন : ‘বিকৃতমনস্ক’ বলে তিরস্কার! রণবীর আল্লাহবাদিয়াকে কী শাস্তি দিল সুপ্রিম কোর্ট?
বিজ্ঞাপন প্রসঙ্গে আদালতের কী রায়?
মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ এবং টিকিট বুকিং সংস্থার বিরুদ্ধে দর্শকদের বোকা বানানোর অভিযোগ তুলেছেন অভিষেক। ছবির সময় এক দেখানো হয়েছে আর দর্শকদের কথা না ভেবেই বিজ্ঞাপন রীতিমত ঠুসে দেওয়া হয়েছে। ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করে অভিষেক অসৎ উপায়ে ব্যবসার জন্য ৫০,০০০ টাকা এবং মানুষের যন্ত্রণার জন্য ১৫,০০০ টাকার জরিমানা পেয়েছেন হল কর্তৃপক্ষের থেকে। এ সম্পর্কে আদালতের রায় অন্যের সময় নষ্ট করে নিজে লাভবান হওয়ার অধিকার কারও নেই। বিচারক বলেছেন, “২৫-৩০ মিনিট নেহাত কম সময় নয় যে বসে বসে নষ্ট করা যায়, যা দেখানো হবে দেখে যেতে হবে। অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখা সত্যিই কষ্টকর।”