মহাকুম্ভে স্নান করে সোশ্যাল মিডিয়াতে কেউ সাধুবাদ পাচ্ছেন তো কেউ ট্রোলড হচ্ছেন। এর আগেও বহু তারকা কুম্ভ স্নানের ছবি কিংবা ভিডিও শেয়ার করে ট্রোলড হয়েছেন। এবার পালা স্যান্ডির। সোশ্যাল মিডিয়াতে তিনি জনপ্রিয় ‘নাইটি বৌদি’ হিসেবে। নাইটি পরে রাস্তাঘাট থেকে শুরু করে বিমানসফরও করেছেন তিনি। তবে নাইটি পরে মহাকুম্ভে স্নান করতে গিয়ে নেট নাগরিকদের ক্ষোভের পাত্র হতে হল তাকে।
নাইটি পরে কুম্ভস্নান স্যান্ডি সাহার
মহকুম্ভ স্নান করে পুণ্য অর্জনের লোভ সামলাতে পারেননি স্যান্ডিও। তাই তড়িঘড়ি তিনি ছুটেছেন প্রয়াগরাজে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে তিনি লেখেন, “সৈকতকে ফিরে পেতে মহাকুম্ভে গিয়ে স্নান করে এলাম।” তবে সৈকত কে তিনি পান বা না পান সোশ্যাল মিডিয়াতে কিন্তু চরম সমালোচনার জুটেছে তার কপালে। তার কারণ? সেই নাইটি। মহাকুম্ভে কেন নাইটি পরে স্নান করলেন স্যান্ডি সাহা? দিলেন তার জবাব।
কেন নাইটি পরে কুম্ভ স্নান করলেন স্যাণ্ডি সাহা?
স্যান্ডির যুক্তি তিনি সর্বত্র নাইটি পরেই যান। তাই মহাকুম্ভেও নাইটি পরেছেন। নাইটি তার ইউএসপি। তিনি যদি লন্ডনে গিয়েও নাইটি পরে রিল বানাতে পারেন তাহলে মহাকুম্ভ নয় কেন? পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন তিনি। তার কথায়, “আমি তো সর্বত্রই নাইটি পরে যাই। তাই মহাকুম্ভেও নাইটি পরেই গিয়েছি। তাছাড়া নাইটি পরে স্নান করতে সুবিধা হয়। এটাই তো আমার ইউএসপি। লন্ডনে গিয়েও নাইটি পরে রিল বানিয়েছি। তাহলে মহাকুম্ভে কেন নয়? ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান তো নাইটি পরেই করতে হয়। এই ড্রেসটা আরামদায়কও। তাই নাইটি পরেই ডুবটা দিয়ে দিলাম।”
আরও পড়ুন : কুম্ভমেলার মোনালিসা এখন বলিউড নায়িকা! প্রথম সিনেমা থেকে কত পারিশ্রমিক পাবেন মোনালিসা?
আরও পড়ুন : কুম্ভস্নানের নামে নাটক! সুদীপ্তা ব্যানার্জীর স্নান দেখে ধুয়ে দিলেন নেট নাগরিকরা
আর ট্রোলিং প্রসঙ্গে তার উত্তর, “সবাই তো ভিডিও করেছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ আজকাল খুব অ্যাক্টিভ। প্রতি মুহূর্তে জীবনের গতিবধি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়ে তাঁর সঙ্গে কী করছে সেটাও তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। তাহলে মহাকুম্ভে পুণ্যস্নানের মতো একটা ভাল কাজের মুহূর্ত কেন পোস্ট করব না? হতেই পারে আমার এই পোস্টটা দেখে আরও কারও ইচ্ছে হল মহাকুম্ভে গিয়ে রিল বানাতে। আমিও তো আমার কয়েকজন বন্ধুকে দেখেই ইচ্ছে হয়েছিল।”
View this post on Instagram