“বিছানায় এখনও সক্ষম!”, ৭৫ পেরিয়ে ২৫ এর ছাত্রীকে প্রেম নিবেদন করলেন কবীর সুমন

কবীর সুমন নামটার সঙ্গে পরিচিত গোটা বাঙালি জাতি। এবার বাংলা ওপার বাংলা তার গানের নেশায় বুঁদ। রচনার কৃতিত্বে যতটা চর্চায় থাকেন কবীর সুমন ঠিক ততখানি চর্চা হয় তার ব্যক্তিগত জীবন নিয়েও। একাধিক প্রেম এবং বিয়ে নিয়ে গসিপ, এসব কবীর সুমনের জীবনের অংশ। ৭৫ বছর বয়সেও নতুন প্রেমের সন্ধান পেলেন কবীর সুমন। তাও আবার নিজেরই ছাত্রীর কাছে। এই বছরের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে হাঁটুর বয়সী এক মহিলার সঙ্গে ছবি দিয়ে সবাইকে চমকে দিলেন কবীর সুমন।

কবীর সুমনের নতুন প্রেমিকা

৭৫ বছরের কবীর সুমন তার প্রেমিকার সঙ্গে একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘আমাদের ভ্যালেন্টাইন’। তিনি যার সঙ্গে ছবিটি দিয়েছেন তার সঙ্গে তার বয়সের পার্থক্য অনেকটাই। ছবিতেও তা চোখে পড়ে। তিনি হলেন কবীর সুমনের ছাত্রী। নাম তার সৌমী বসু মল্লিক। পেশায় তিনি একজন স্কুল শিক্ষিকা। ভালোবাসার দিনে তার সঙ্গেই ছবি দিলেন সুমন।

KABIR SUMAN

আসলে কবীর সুমনের শারীরিক অবস্থার কারণে রাতে তার সঙ্গে কেউ না কেউ সবসময় থাকেন। সৌমীও তাদের মধ্যে একজন। ভালোবাসার বিশেষ দিনে তরুণী ছাত্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করেছেন সুমন তাতে দুজনকে নিয়ে জল্পনা বাড়ছে বই কমছে না। বয়সে অনেকটাই ছোট এই তরুণীই এখন কবীর সুমনের সবথেকে কাছের মানুষদের মধ্যে একজন।

আরও পড়ুন : কুম্ভস্নানের নামে নাটক! সুদীপ্তা ব্যানার্জীর স্নান দেখে ধুয়ে দিলেন নেট নাগরিকরা

KABIR SUMAN

আরও পড়ুন : ৫ বার করেছি…, বিছানায় এখনও সক্ষম! ফের বিস্ফোরক কবীর সুমন

কবীর সুমনের ব্যক্তিগত জীবন

কবীর সুমনের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জল্পনা রয়েছে। তিনি ৫ বার বিয়ে করেছেন। বিয়ের জন্য বদলেছেন ধর্মও। একবার একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি বিছানায় এখনও চূড়ান্তভাবে সক্ষম। নারীরা আমাকে সমৃদ্ধ করেছেন। নতুন ধারণা আবিষ্কার করে প্রেম করাতেই আমার এনার্জি।” তার কথায় সুন্দরীদের ভিড় উপভোগ করার মধ্যেই তিনি জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন। তাই তিনি বারবার প্রেমে পড়েছেন। বিয়েও করেছেন কখনও প্রেমের টানে, কখনও বাধ্য হয়ে।