‘বিকৃতমনস্ক’ বলে তিরস্কার! রণবীর আল্লাহবাদিয়াকে কী শাস্তি দিল সুপ্রিম কোর্ট?

দেশ জুড়ে চরম সমালোচনা, ধিক্কার, লাখে লাখে অনুরাগীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন রণবীর আল্লাহবাদিয়ার থেকে। পাচ্ছেন খুনের হুমকিও। গোটা দেশ চরম ক্ষেপে উঠেছে জনপ্রিয় এই ইউটিউবারের বিরুদ্ধে। বিতর্কের আগুন ছড়াতে ছড়াতে সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছে গেল। দেশের বিভিন্ন প্রান্তে রণবীরের বিরুদ্ধে যে সব মামলা দায়ের হয়েছিল, সুপ্রিম কোর্টে আজ ছিল তার শুনানি। রণবীর আল্লাহবাদিয়ার মন্তব্যের চরম নিন্দা করল শীর্ষ আদালতও। আর কী শাস্তি পেলেন তিনি?

সুপ্রিম কোর্টে উঠলো রণবীর আল্লাহবাদিয়ার মামলা

বাবা-মায়ের যৌনতা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের দরুণ ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যের অবমাননা এবং নারী অবমাননার অভিযোগ উঠেছে রণবীরের বিরুদ্ধে। দেশের বিভিন্ন প্রান্তে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই প্রসঙ্গে রণবীরের আইনজীবী অভিনব চন্দ্রচূড় এদিন আদালতে বলেন দেশের একাধিক রাজ্যে রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি তাকে ক্রমাগত হুমকিও দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটিশ্বর সিংহের বেঞ্চ জানিয়েছে ভবিষ্যতে রণবীরের বিরুদ্ধে আর কোনও অভিযোগ গ্রহণ করা হবে না।

 Ranveer Allahbadia

রণবীরের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিচারকরা

একই সঙ্গে রণবীরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তার আইনজীবী। বিচারপতিরা বলেছেন তিনি মনে করলে নিরাপত্তা চেয়ে মহারাষ্ট্র কিংবা আসাম পুলিশের দ্বারস্থ হতে পারেন। তবে রণবীরের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিচারপতিরা। রণবীরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য রণবীর অত্যন্ত নোংরা এবং বিকৃত মনস্ক। সেই সঙ্গে আদালত বলেছে বাক স্বাধীনতা থাকলেই এই ধরনের মন্তব্য করা যায় না। এমন মন্তব্য ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে।

রণবীরের বিরুদ্ধে কী পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট?

তবে সমালোচনা করলেও সুপ্রিম কোর্ট রণবীর আল্লাহবাদিয়াকে গ্রেফতারের নির্দেশ দেয়নি। বরং তাকে রক্ষাকবচ দিয়েছে। কিন্তু রণবীরকে এও বলা হয়েছে যে তাকে মামলার তদন্তে সমস্ত রকম সহযোগিতা করতে হবে। আপাতত অন্য কোনও অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না তিনি। ইন্ডিয়া গট ল্যাটেন্টের বিরুদ্ধেও আর কোনও অভিযোগ দায়ের করা যাবে না। রণবীরকে তার পাসপোর্ট থানের পুলিশের কাছে জমা রাখতে হবে। সুপ্রিম কোর্টের আদেশ ছাড়া তিনি দেশ ছাড়তে পারবেন না।

আরও পড়ুন : ‘বাবা-মায়ের সঙ্গম’ বিতর্কে রেগে আগুন প্রেমিকাও! রণবীরের সঙ্গে সব সম্পর্ক ভাঙলেন নিক্কি

 Ranveer Allahbadia

আরও পড়ুন : রণবীরের হয়ে সুপ্রিম কোর্টে লড়বেন অভিনব চন্দ্রচূড়! জানেন কে এই আইনজীবী?

রণবীরকে কী বললেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা?

রণবীরের মন্তব্যের প্রবল সমালোচনা করে বিচারপতিরা বলেছেন, ‘‘আপনি যে শব্দগুলি ব্যবহার করেছেন, তাতে বাবা-মায়েরা লজ্জা পাবেন। মেয়ে ও বোনেরা লজ্জিত হবেন এমনকি পুরো সমাজ লজ্জিত হবে। আপনি এবং আপনার অনুসারীরা বর্তমান সময়ে সমাজের অবক্ষয়ের শিকার। আইনের শাসন-ব্যবস্থা অনুসরণ করতে হবে। তিনি তাঁর বাবা-মায়ের সঙ্গে কী করছেন, সেবিষয়ে তাঁর লজ্জিত হওয়া উচিত। আমরা আইভরি টাওয়ারS (আইভরি টাওয়ার হল বাস্তব জীবনের ব্যবহারিকতা থেকে বিশেষ সুবিধাপ্রাপ্ত নির্জনতার একটি রাষ্ট্র) নেই এবং আমরা জানি যে উনি কীভাবে অস্ট্রেলিয়ান শোয়ের বিষয়বস্তু অনুকরণ করেন। এই ধরনের শোতে সতর্কতা অবলম্বন করতে হবে।’’