পরিশ্রমে কিছু যায় আসে না, যায় আসে শুধু টিআরপিতে। হ্যাঁ, আরও একটি জনপ্রিয় বাংলা সিরিয়াল এবার বন্ধের মুখে। কারণ এই সিরিয়ালের টিআরপি দিনে দিনে কমছে। সম্প্রতি জি বাংলার জনপ্রিয় একটি সিরিয়ালের সেট থেকে সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করে দুঃসংবাদটি দিলেন সিরিয়ালের নায়িকা। চ্যানেলের এই সিদ্ধান্তে তিনিও যে কতটা হতাশ, সেটা স্পষ্ট ধরা পড়ছে তার কথাতেই। হঠাৎ কোন সিরিয়ালের উপর নেমে এল চ্যানেলের কোপ?
বন্ধ হতে চলেছে জি বাংলার এই সিরিয়াল
বিগত বেশ কিছুদিন ধরেই জি বাংলার বেশ কিছু দুর্বল স্লটের সিরিয়াল নিয়ে জল্পনা চলছিল। তার মধ্যে একটি সত্যি প্রমাণ হল। বন্ধ হতে চলেছে জি বাংলার মিঠিঝোরা সিরিয়ালটি। সম্প্রতি সিরিয়ালের নায়িকা আরাত্রিকা মাইতি সোশ্যাল মিডিয়াতে একটি স্ট্যাটাস শেয়ার করেছিলেন সিরিয়ালের সেট থেকে। ক্যাপশনে তিনি লিখেছেন, “চেষ্টা প্রভাব ফেলে না, টিআরপি প্রভাব ফেলে।”
বন্ধ হয়ে যাবে জি বাংলার মিঠিঝোরা?
আরাত্রিকা মাইতি, দেবাদৃতা বসুদের মিঠিঝোরা শুরু হওয়ার পর থেকে দর্শকদের থেকে বেশ ভালই ভালোবাসা পাচ্ছিল। সিরিয়ালটির টিআরপিও বেশ ভালো ছিল। গল্পের পরতে পরতে এসেছে নতুন নতুন টুইস্ট। কিন্তু টিআরপি পড়তে শুরু করেছে এই সিরিয়ালের। টিআরপি নেমে যাওয়াতে মাঝে সিরিয়ালের স্লট বদলে করা হয়েছিল। তারপরেও বেশ অনেকদিন এগিয়েছে সিরিয়ালের গল্প। কিন্তু এখন পাকাপাকিভাবে এই সিরিয়ালটি কে বন্ধ করে দিতে চাইছে চ্যানেল। আরাত্রিকার পোস্ট দেখে অন্তত তেমনটাই মনে করছেন সকলে।
আরও পড়ুন : সিরিয়াল থেকে সোজা সিনেমায় চান্স! টলিউডে পা রাখবেন জি বাংলার এই নায়িকা
আরও পড়ুন : পারুল বাদ, ফুলকিও ফেল! জি বাংলার সেরা নায়িকা কে? কার হাতে উঠল সেরা পুরস্কার?
জি বাংলার এই সিরিয়ালটি তিন বোনের গল্পকে কেন্দ্র করে এগোচ্ছিল। তবে রাই এবং নিলু প্রথম থেকেই গল্পের মধ্যমণি। এই সিরিয়ালেই প্রথম খল নায়িকার ভূমিকায় অভিনয় করলেন দেবাদৃতা বসু। তবে এই সিরিয়াল এবার শেষের পথে। ঘুরিয়ে সেই ইঙ্গিত দিয়েছেন আরাত্রিকা, বলেই মনে করছেন নেট নাগরিকরা। টিআরপি না থাকার কারণেই যে সিরিয়ালটি বন্ধ হওয়ার মুখে তেমনটাও আন্দাজ পাওয়া যাচ্ছে আরাত্রিকার এই পোস্ট থেকে।