বহুদিন পর সিরিয়ালে ফিরছেন জনপ্রিয় নায়িকা! বিপরীতে থাকবেন এই টিআরপি টপার নায়ক

জি বাংলাতে আসছে আরও একটি নতুন সিরিয়াল। নায়ক এবং নায়িকার চরিত্রে থাকবেন দারুণ জনপ্রিয় দুই অভিনেতা। বহুদিন পর আবার পর্দায় ফিরছেন মোহনা মাইতি। গৌরী এলো, কে প্রথম কাছে এসেছি সিরিয়ালের এই নায়িকা এবার জি বাংলাতে তার তৃতীয় সিরিয়ালে অভিনয় করবেন। বিপরীতে থাকবেন জি বাংলার অন্যতম সেরা নায়ক। খুব শীঘ্রই জি বাংলাতে আসছে এই নতুন সিরিয়াল।

জি বাংলায় আসছে নতুন সিরিয়াল

কে প্রথম কাছে এসেছি সিরিয়ালের পর মোহনা আরও একবার সিরিয়ালের পর্দায় ধরা দেবেন। সৃজিত রায় এবং সৌভিকের জুটি একটি নতুন প্রযোজনা সংস্থা খুলছেন। এই প্রযোজনা সংস্থার ব্যানারে আসছে এই নতুন সিরিয়াল। জি বাংলার নতুন সিরিয়ালের হাত ধরে মোহনা আবার সিরিয়ালে ফিরবেন এমনটাই শোনা যাচ্ছিল বিগত বেশ কয়েকদিন ধরে। এবার সেই জল্পনা সত্যি হল।

Mohana Maiti

মোহনা মাইতির নতুন সিরিয়ালের নায়ক কে?

শুধু নায়িকার চরিত্র নয়, জি বাংলার আসন্ন এই সিরিয়ালে নায়কের মুখেও থাকবে চমক। মোহনার বিপরীতে নায়ক হবেন রুবেল দাস। বর্তমানে যাকে নিম ফুলের মধু সিরিয়ালে অভিনয় করতে দেখছেন দর্শকরা। নিম ফুলের মধু এবার শেষের পথে। বিগত বেশ কিছুদিন ধরে রুবেলও নতুন সিরিয়ালে ফিরবেন বলে শোনা যাচ্ছিল। পল্লবী শর্মার সঙ্গে তার জুটি এতদিন হিট ছিল। মোহনার সঙ্গে তার জুটিটা কেমন হবে সেটাই এখন দেখার।

আরও পড়ুন : সিরিয়াল থেকে সোজা সিনেমায় চান্স! টলিউডে পা রাখবেন স্টার জলসার এই অভিনেতা

Mohana Maiti

আরও পড়ুন : হুড়মুড়িয়ে কমছে TRP! ৫ মাসেই বন্ধের মুখে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল

মোহনা মাইতির অভিনয় যাত্রা

জি বাংলা ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো এর হাত ধরে প্রথম ক্যামেরার সামনে আসেন মোহনা। প্রথমে নাচ দিয়ে তিনি সকলের মন জয় করেন। এরপরই তার হাতে আসে গৌরী এলো সিরিয়ালের সুযোগ। গৌরী এল বেশ ভালো হিট হয়েছিল। এই সিরিয়াল টিআরপিতেও বেশ ভালো নম্বর পেত। কিন্তু এরপর কে প্রথম কাছে এসেছি সিরিয়ালটি সেভাবে জনপ্রিয়তা পায়নি। খুব অল্প কিছুদিনের মধ্যেই এই সিরিয়ালটি বন্ধ হয়ে যায়। এবার মোহনার সামনে এল নতুন সুযোগ। নিজের অভিনয় দক্ষতাকে প্রমাণ করার আরও একটি সুযোগ পাবেন তিনি।