কোথায় হারিয়ে গেলেন ‘মার্ডার ৩’ নায়িকা? কেন তিনি ছেড়ে দিলেন অভিনয়?

সিরিয়াল থেকে সোজা সিনেমায় চান্স। প্রথম দর্শনেই কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছিলেন সারা লরেন। যাকে আজও মার্ডার থ্রি সিনেমার নায়িকা হিসেবে মনে রেখেছেন সকলে। মার্ডার থ্রি ছবিতে অভিনয় করেছিলেন এই পাকিস্তানি অভিনেত্রী। কিন্তু এরপর আর তাকে সেভাবে বলিউডে দেখা যায়নি। কোথায় হারিয়ে গেলেন সারা? কেন তাকে এখন আর বলিউডে দেখা যায় না? সারার ব্যক্তিগত জীবন কিন্তু সিনেমার থেকে কম নয়।

কোথায় হারিয়ে গেলেন সারা লরেন?

১৯৮৫ সালের ডিসেম্বর মাসে কুয়েতে জন্ম নেন সারা। দেশভাগের পর তার ঠাকুরদা সপরিবারে রাজস্থান থেকে কুয়েতে গিয়েছিলেন। তার বাবা এবং মা দুজনেরই জন্ম অবশ্য পাকিস্তানে। খুব ছোটবেলায় বাবাকে হারিয়ে ফেললেন সারা। মাকে নিয়ে তিনি চলে আসেন লাহোরে। ছোট থেকেই করাচি এবং দিল্লিতে একাধিক নাটকের মঞ্চে অভিনয় শুরু করেন তিনি। ২০০২ সালে প্রথম তিনি টিভি সিরিয়ালে কাজ করতে শুরু করেন। ২০১২ সাল পর্যন্ত একের পর এক উর্দু ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।

SARA LOREN

কেন বলিউড ছেড়ে দিলেন সারা লরেন?

২০০৪ সালে মাহনুর নামের একটি উর্দু সিনেমাতে অভিনয় করে সিনেমার পর্দাতেও পা রাখেন সারা। ২০০৭ সালের সানি দেওলের কাফিলা সিনেমাতেও তাকে দেখা গিয়েছিল। ২০১০ সালে পূজা ভাটের কাজরারে সিনেমায় হিমেশ রেশমিয়ার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। তারপর মুকেশ ভাটের মার্ডার ৩ সিনেমাতে তার জনপ্রিয়তা আরো বাড়ে। কিন্তু এরপর সারার সেক্স অ্যাপিলকেই শুধু কাজে লাগাতে চেয়েছিলেন পরিচালকেরা। তাই তাকে শুধু আইটেম গার্ল কিংবা বার ডান্সারের প্রস্তাব দেওয়া হত। কিন্তু সারা চেয়েছিলেন অভিনেত্রী হতে। কিছুতেই মনের মত চরিত্র পাচ্ছিলেন না তিনি।

আরও পড়ুন : নোংরামির সীমা ছাড়ালেন! রণবীরের পর রেবেল কিডের ভিডিও ফাঁস হতেই ধিক্কার দিচ্ছে নেটপাড়া

SARA LOREN

আরও পড়ুন : ঐশ্বর্যের জন্য ঠকিয়েছিলেন প্রেমিকাকে! এই অভিনেত্রীকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন অভিষেক বচ্চন

সারা লরেন এখন কোথায় কী করছেন?

সারার ব্যক্তিগত জীবনেও রয়েছে অনেক বিতর্ক। এক পাকিস্তানি তরুণকে ভালোবেসেছিলেন সারা। তাকে ভালোবাসার কথা না জানিয়েই তিনি ভারতে চলে আসেন সিনেমা করতে। পরে জানতে পারেন তার ভালোবাসার মানুষের অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। একপ্রকার আফসোসের কারণেই তিনি অভিনয় ছেড়েছেন। তার কথায় তিনি কেরিয়ারের শুরুতে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। চিত্রনাট্যের ভালো মন্দ না বুঝেই সব ছবিতে অভিনয় করে ফেলেছেন। তাই তিনি নিজেকে নিয়ে হতাশ। ২০২২ সালের শেষবার সিনেমার পর্দায় অভিনয় করেছিলেন সারা। এরপর আবার খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে নিজের নাম বদলে মোনা লিজা হোসেন রাখেন সারা। বর্তমানে সিনেমার পর্দায় না থাকলেও সমাজ মাধ্যমের পাতায় জ্বলজ্বল করছে তার উপস্থিতি।