বাংলা সিরিয়াল থেকে সোজা সিনেমায় চান্স! বলিউডে পা রাখলেন এই অভিনেতা

বর্তমানে বাংলা থেকে বহু তারকা বলিউডে সুযোগ পাচ্ছেন। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরে কাজ করছেন চুটিয়ে। এবার বাংলা সিরিয়ালের গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরে পৌঁছে গেলেন এক বাঙালি নায়ক। অভিনয় করে ফেললেন বলিউড সিনেমার নায়ক হিসেবে। নাম তার রোহন ভট্টাচার্য। ‘অপরাজিতা অপু’, ‘ভজ গোবিন্দ’ সিরিয়ালের এই নায়ক এক ভারতীয় জওয়ানের বায়োপিকে অভিনয় করে ফেললেন।

কীভাবে বলিউড সিনেমার প্রস্তাব পেলেন রোহন ভট্টাচার্য?

আসলে রোহনের কাছে এই সিনেমার প্রস্তাব এসেছে খুবই কাকতালীয়ভাবে। ইরফান খানের ছেলে বাবিল খানের জায়গাতে কাজের সুযোগ পেয়েছেন তিনি। ভারতীয় জওয়ান অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের বায়োপিকের জন্য প্রথমে বাবিল খানকে কাস্ট করা হয়েছিল। কিন্তু বাবিল এই মুহূর্তে অন্য সিনেমা করছেন। তাই এই সিনেমার জন্য তার কাছে সময় ছিল না। তখন পরিচালকরা ভাবেন যেহেতু বাঙালি বীরের বায়োপিক, তাই কোনও বাঙালি অভিনেতাকে দিয়েই কাজটি করানো যাক। আর এতেই ভাগ্যের দরজা খুলে গেল রোহনের।

Rohan Bhattacharya

কোন সিনেমায় দেখা যাবে রোহন ভট্টাচার্যকে?

২০২২ সালে ভারতীয় সেনা জওয়ান অনির্বাণ বন্দ্যোপাধ্যায় কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন। তার জীবনের উপর ভিত্তি করে বানানো হচ্ছে ‘শুণ্যক’ নামের একটি সিনেমা। এই সিনেমারই নায়ক হলেন রোহন। এই সিনেমায় রোহনের সঙ্গে অভিনয় করবেন নীরাজ কবি এবং দিব্যা দত্ত। অনির্বাণের বাবা এবং মায়ের ভূমিকায় অভিনয় করবেন এই বলিউড অভিনেতারা।

আরও পড়ুন : ১৫ বছর পর জনপ্রিয় জুটিকে ফিরিয়ে আনলো স্টার জলসা! আসছে কোন সিরিয়াল?

Rohan Bhattacharya

আরও পড়ুন : ছেড়েই দিয়েছিলেন অভিনয়, ১০ বছর পর স্টার জলসায় ফিরছেন জনপ্রিয় নায়িকা

রোহনের কথায়, ‘‘প্রথম যে দিন আমার নীরজ কবি স্যারের সঙ্গে শ্যুটিং ছিল সেদিন আমাদের পরিচালক ওঁর সঙ্গে প্রথমে আলাপ করিয়ে দেন আমাকে। স্যার আমার থেকে জানতে চান যে, ‘‘তুমি কীভাবে তৈরি হয়েছ চরিত্রটার জন্য?’ আমি তো প্রথম দিকে একটু ঘাবড়ে যাই কারণ ওঁর সামনে কীভাবে বলব! তিনি তো সকলকে শেখান, ভিকি কৌশল, হৃতিক রোশনের মতো অভিনেতারা ওঁর কাছে ওয়ার্কশপ করেছেন। আর সেখানে তিনি আমার থেকে জানতে চাইছেন! যাইহোক তারপর সবটা বলি নিজের মতো করে। পাশাপাশি তিনি কোনও চরিত্রের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করেন তাও জানতে চাই। তিনি আমাকে নানা টিপস দেন। এই ছবির সেটটা আমার জন্য পুরোটা একটা ইনস্টিটিউশনের মতো ছিল। দিব্যা দত্তের থেকেও অনেক কিছু শিখেছি।”