ফের উলটপালট বাংলা সিরিয়ালের টিআরপি! সবাইকে টপকে বেঙ্গল টপার হল‌ এই সিরিয়াল

এক সপ্তাহের অপেক্ষার হল অবসান। প্রকাশ্যে চলে এল এই সপ্তাহের টিআরপি তালিকা। স্টার জলসা, জি বাংলা এই দুই প্রধান চ্যানেলের সিরিয়ালগুলো টিআরপিতে কে কত পয়েন্ট পেল? বেঙ্গল টপার হওয়ার লড়াইতে সবার আগে গেল কে? সেরা দশের তালিকাতেই বা কারা থাকলো? আজ এই প্রতিবেদনে সব জানতে পারবেন আপনি। টিআরপির সেরা ১০ এর তালিকা যে কোনও ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ করে। কোন কোন সিরিয়াল স্লট লিডার হতে পারল, দেখুন এক নজরে।

এই সপ্তাহে সবাইকে পেছনে ফেলে প্রথম স্থানে রয়েছে পরিণীতা। জি বাংলার এই সিরিয়ালটি বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে সেরার সেরা আসনে রয়েছে। এই সপ্তাহেও ৮.১ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে পরিণীতা। দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। জি বাংলার এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৫। তৃতীয় স্থানে রয়েছে কথা। কথার প্রাপ্ত নম্বর ৭.২। তৃতীয় নম্বর দখল করে কথা স্লট লিডার হওয়ার পাশাপাশি চ্যানেল টপারও হয়েছে।

KATHA

গীতা এল এল বি এবং কোন গোপনে মন ভেসেছে, এই দুটি সিরিয়াল রয়েছে চতুর্থ স্থানে। দুটি সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৭। পঞ্চম স্থানে রয়েছে জগদ্ধাত্রী। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৯। ষষ্ঠ স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ। এই সিরিয়ালটি পেয়েছে ৬.৫ নম্বর। সপ্তম স্থানে রয়েছে মিত্তির বাড়ি। মিত্তির বাড়ির প্রাপ্ত নম্বর ৬। স্টার জলসা শুভ বিবাহকে সরিয়ে সেই জায়গায় চিরসখাকে নিয়ে আসার পর জি বাংলার টিআরপি কিন্তু প্রত্যেক সপ্তাহেই বাড়ছে। শুধু তাই নয় জি বাংলার এই সিরিয়ালটি এখন স্লট লিডার।

আরও পড়ুন : বড় সুখবর, নিম ফুলের মধুর পর প্রসেনজিতের হাত ধরে নতুন সিরিয়ালে ফিরছেন অভিনেত্রী

Uraan

আরও পড়ুন : ছেড়েই দিয়েছিলেন অভিনয়, ১০ বছর পর স্টার জলসায় ফিরছেন জনপ্রিয় নায়িকা

অষ্টম স্থানে রয়েছে উড়ান। স্টার জলসার এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৮। নবম স্থানে রয়েছে আনন্দী। আনন্দী পেয়েছে ৫.৫ নম্বর। দশম স্থানে রয়েছে গৃহ প্রবেশ। গৃহপ্রবেশের প্রাপ্ত নম্বর ৫.২। অন্যদিকে স্টার জলসার নতুন সিরিয়াল চিরসখা এই সপ্তাহেও টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারল না। তবে চিরসখা আসার পর মিত্তির বাড়ির টিআরপি দিনে দিনে বাড়ছে।