অফিস থেকে বাড়ির দূরত্ব ৩৫০ কিলোমিটার। সন্তানদের জন্য রোজ প্রায় ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন রাচেল কৌর। ভারতীয় বংশোদ্ভুত এই মহিলার জীবন কার্যত অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বের কাছে। যিনি সংসার এবং অফিস, দুইয়ের দায়িত্বই সমান গুরুত্ব দিয়ে পালন করছেন। শুধুমাত্র সন্তানদের কথা ভেবে রোজ এইভাবে বিমানে করে ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাতায়াত করেন রাচেল।
রাচেল কৌর বর্তমানে থাকেন মালয়েশিয়াতে। তার বাড়ি পেনাংয়ে। আর তার অফিস কুয়ালালামপুরে। অফিস থেকে বাড়ির দূরত্ব ৩৫০ কিলোমিটার। প্রথম প্রথম অফিসের পাশেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। সপ্তাহে কেবল একদিন বাড়িতে যেতেন। কিন্তু সন্তানদের জন্য এখন রোজ অফিস আর বাড়ি যাতায়াত করেন রাচেল। এতে তাকে অন্তত ৭০০ কিলোমিটার পথ বিমানে করে পাড়ি দিতে হয় রোজ। কিন্তু তাতে এতটুকু ক্লান্তি নেই দুই সন্তানের মা রাচেলের।
বর্তমানে রাচেলের দুই সন্তানের বয়স ১১ বছর এবং ১২ বছর। ২০২৪ সালে সন্তানদের কথা ভেবেই রাসেল পেনাং থেকে প্রতিদিন কুয়ালালামপুরের অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। এর জন্য তাকে প্রত্যেকদিন ভোর চারটেয় ঘুম থেকে উঠতে হয়। পাঁচটার মধ্যে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হয়। গাড়ি চালিয়ে পেনাং বন্দরে পৌঁছে সেখান থেকে সাড়ে ছটার কুয়ালালামপুরগামী বিমানে চড়ে ৭.৪৫ এ অফিসে পৌঁছান রাচেল। কাজ সেরে আবার বিমানে করেই রাত আটটার সময় তিনি বাড়িতে পৌঁছান।
আরও পড়ুন : ২২ বছরেই আকাশছোঁয়া সাফল্য! প্রাসাদের মত নতুন বাড়ি বানালেন অঙ্কিতা ভট্টাচার্য
আরও পড়ুন : ৭০ পেরিয়েও উপচে পড়তো গ্ল্যামার! শেষ জীবনে কেমন দেখতে হয়েছিল সুচিত্রা সেনকে?
রাচেল জানিয়েছেন আগে ঘর ভাড়া, খাওয়া এবং অন্যান্য খরচ মিলিয়ে প্রত্যেক মাসে তার ৪১ হাজার টাকা খরচ হত। কিন্তু এখন খরচ কমে ২৭ হাজার টাকা হয়েছে। সেই সঙ্গে তিনি অনেকটা সময় দিতে পারছেন সন্তানদের। টাকার থেকেও বড় তার কাছে তার সন্তানরা। আর সন্তানদের জন্যই রোজ এতটা পথ পাড়ি দিয়ে অফিসে যাতায়াত করতেও রাচেলের কষ্ট হয় না। রাচেলের জীবন এখন অনেকের কাছেই অনুপ্রেরণার মত। সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা তাকে স্যালুট জানাচ্ছেন। বলছেন রাচেল আসলে ‘সুপার মম’।