ফ্যানদের পর এবার মুখ ফেরালো প্রেমিকাও। প্রেমের সম্পর্ক ভাঙলো বিতর্কিত ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার। দীর্ঘদিনের প্রেমিকা নিক্কি শর্মার সঙ্গে সম্পর্ক ভাঙার বিষয়ে ফের চর্চা শুরু হল। একে তো নিজের মন্তব্যের জন্য সামাজিক রাজনৈতিক সর্বস্তরে চরম সমালোচিত হতে হচ্ছে রণবীরকে। তার মধ্যে এবার ব্যক্তিগত জীবনেও উঠল নতুন ঝড়।
সময় রায়নার পডকাস্ট ইন্ডিয়াজ গড ল্যাটেন্টে ‘বাবা-মায়ের সঙ্গম’ নিয়ে অশ্লীল মন্তব্য করার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে সর্বস্তরে ব্যাপক ধিক্কার পাচ্ছেন রণবীর। সামাজিক, রাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কথায় তার মানসিকতা নিয়ে নিন্দা করছেন। ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না রণবীর। ঠিক সেই মুহূর্তেই তার বান্ধবী নিক্কি শর্মাও রণবীরকে সোশ্যাল মিডিয়াতে আনফলো করে দিলেন।
রণবীর ও নিক্কি দুজনেই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার পর জল্পনা আরও বেড়েছে। অনুরাগীদের অনুমান, সাম্প্রতিক বিতর্কের কারণেই প্রেম ভাঙলো রণবীরের। কমেডির নামে অশ্লীল জোক করে কার্যত পেশাগত এবং ব্যক্তিগত জীবনে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়লেন রণবীর। তার বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। বিতর্ক চরমে পৌঁছতেই সোশ্যাল মিডিয়াতে নিজের দোষ স্বীকার করে নিয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি।
আরও পড়ুন : সত্যজিতের প্রেমে পাগল ছিলেন! আত্মহত্যার চেষ্টা করেন এই টলিউড অভিনেত্রী
আরও পড়ুন : নোংরামির সীমা ছাড়ালেন! রণবীরের পর রেবেল কিডের ভিডিও ফাঁস হতেই ধিক্কার দিচ্ছে নেটপাড়া
রণবীর সব দায় নিজের কাঁধে নিয়ে বিবৃতি দিয়ে বলেছিলেন, “আমার এই মন্তব্য শুধু খারাপই ছিল না। এর মধ্যে কোনও রসিকতাও নেই। কমেডি আমার বিষয় নয়। আমি শুধুই ক্ষমা চাইতে এসেছি। অনেকেই প্রশ্ন করছেন, এই ভাবেই কি আমি আমার মঞ্চকে ব্যবহার করতে চাই? একেবারেই না। আমি কোনও যুক্তিও দিতে চাই না। যা হয়েছে ভুল হয়েছে। আমি ক্ষমাপ্রার্থী।” কিন্তু এরপরেও রণবীরের প্রতি আক্রোশ কমছে না নেট দুনিয়ার।